kalerkantho

সোমবার । ২১ অক্টোবর ২০১৯। ৫ কাতির্ক ১৪২৬। ২১ সফর ১৪৪১                       

টিভি হাইলাইটস

২৬ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেটিভি হাইলাইটস

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮

আজ এটিএন বাংলায় প্রচার শুরু হচ্ছে সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮’-এর। প্রচার সময় রাত ৯টা। ১৬ সেপ্টেম্বর এফডিসিতে শুরু হয় প্রতিযোগিতার অডিশন রাউন্ড। সেই কার্যক্রম নিয়ে আজকের পর্ব। উপস্থাপনায় ডিজে সনিকা ও আরজে নিরব।

 

ডালিমকুমার

এনটিভিতে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে রযেছে বিশেষ ধারাবাহিক ‘ডালিমকুমার’। চিত্রনাট্য ও পরিকল্পনায় এস এম সালাহউদ্দিন। এ আর বেলালের পরিচালনায় নাটকটির পর্ব পরিচালনায় এ টি এম মাকসুদুল হক। অভিনয়ে তানভীর খান, তানজিন তিশা, অভিক রায়হান, এস ডি তন্ময়, সায়েদা শিলা, পলাশ, তানিয়া প্রমুখ।

 

দ্য ওয়ার্নিং

সব সময় মুখোমুখি অবস্থানে থাকলেও বাধ্য হয়েই জলবায়ু পরিবর্তন নিয়ে একসঙ্গে কাজ করতে হয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার গোয়েন্দা সংস্থা সিআইএ ও জিআরইউকে। এ নিয়ে তথ্যচিত্রটি প্রচারিত হবে রাত ১১টা ১৫ মিনিটে, ডয়চে ভেলেতে।

 

ক্রেজি বিউটিফুল ওয়েডিংস

যুগলদের প্রেমের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে তাদের বিয়ের অনুষ্ঠানের পরিকল্পনা করে পেশাদার ডিজাইনাররা। পরিণয় হয়ে ওঠে আরো স্মরণীয় ও ব্যতিক্রম। দেখা যাবে দুপুর ১২টা ৩০ মিনিটে, ফক্স লাইফে।

মন্তব্যসাতদিনের সেরা