kalerkantho

রবিবার। ১৭ নভেম্বর ২০১৯। ২ অগ্রহায়ণ ১৪২৬। ১৯ রবিউল আউয়াল ১৪৪১     

প্রয়াত ‘রুদালী’ পরিচালক

রংবেরং ডেস্ক   

২৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেপ্রয়াত ‘রুদালী’ পরিচালক

বলিউড নির্মাতা কল্পনা লাজমি ৬৪ বছর বয়সে মারা গেছেন। তিনি কিডনির ক্যান্সার, লিভার জটিলতাসহ নানা রোগে ভুগছিলেন। ২৩ সেপ্টেম্বর ভোরে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ‘ডর্মিয়া : ইন বিটুইন’, ‘দামান : আ ভিকটিম অব মেরিটিয়াল ভায়োলেন্স’ ইত্যাদি ছবি করলেও কল্পনা মূলত পরিচিত ‘রুদালী’ পরিচালক হিসেবেই। মহাশ্বেতা দেবীর গল্প অবলম্বনে ১৯৯৩ সালে নির্মিত ছবিটি দেশ-বিদেশে ব্যাপক প্রশংসিত হয়। ছবিটি সে বছর ভারত থেকে অস্কারেও পাঠানো হয়। কল্পনাকে বলিউডে নারীকেন্দ্রিক ছবির অন্যতম পথিকৃৎ মনে করা হয়। নানা শারীরিক অসুস্থতায় সাম্প্রতিক সময়ে চলচ্চিত্র থেকে দূরে ছিলেন তিনি। শেষ ছবি ‘চিনগারি’ মুক্তি পেয়েছিল ২০০৬ সালে। শেষ তিন বছর বাড়ি-হাসপাতাল-বাড়ি করতে করতেই সময় গেছে তাঁর। গেল বছর ক্যান্সার ধরা পড়ার পর তাঁকে আর্থিক সাহায্য করেছিলেন আমির খান, সালমান খান, আলিয়া ভাটসহ অনেক বলিউড তারকাই। কল্পনা লাজমির মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছেন অনেকেই। তাঁর সঙ্গে কাজ করার ছবি দিয়ে টুইট করেছেন রাভিনা ট্যান্ডন, ‘কল্পনাজি, আপনাকে মিস করব, এটা যাওয়ার সময় ছিল না।’ এ ছাড়া হুমা কুরেশি, এশা গুপ্ত, মনোজ বাজপাই, সোনি রাজদান, আদনান সামিসহ অনেকেই সমবেদনা জানিয়েছেন।

মন্তব্যসাতদিনের সেরা