kalerkantho

শুক্রবার । ১৫ নভেম্বর ২০১৯। ৩০ কার্তিক ১৪২৬। ১৭ রবিউল আউয়াল ১৪৪১     

সালমানের মতো পারে না

রংবেরং ডেস্ক   

২৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেসালমানের মতো পারে না

দিন কয়েক আগেই বরুণ ধাওয়ান বলেছেন অভিনেত্রীদের পারিশ্রমিক বাড়াতে। তাঁর মতে, আলিয়া ভাট যখন একা হাতে ‘রাজি’র মতো হিট ছবি উপহার দিতে পারেন, তখন কেন তিনি পুরুষ তারকাদের সমান পারিশ্রমিক পাবেন না? তবে একই ইস্যুতে খানিকটা ভিন্ন মত কাজলের। তাঁর মতে, অভিনেত্রীরা হিট ছবি উপহার দিলেও সেটা পুরুষ তারকাদের হিটের সমান হয় না। নিজের নতুন ছবি ‘হেলিকপ্টার ইলা’র প্রচারণায় তিনি বলেন, ‘আমার মনে হয় নারী-পুরুষের চেয়েও বড় ইস্যু বক্স অফিস। একজন অভিনেত্রীও কিন্তু সালমান খানের মতো ৫০০ কোটির ব্যবসা দিতে পারেননি। অভিনেত্রীরা অবশ্যই সাফল্যের বড় অংশীদার, কিন্তু দিনশেষে সিনেমা একটা ব্যবসা।’ তাই বলে বলিউডে চলমান নারী-পুরুষের পারিশ্রমিক বৈষম্য মেনে নিচ্ছেন না কাজল, ‘একজন মুদি দোকানি সেসব পণ্যই রাখেন, যা বিক্রি হয়। সিনেমাও তেমনই। আমি অবশ্যই বলছি না ইন্ডাস্ট্রিতে বৈষম্য নেই। সেটা ভালোমতোই আছে এবং পারিশ্রমিক কাঠামো বদলানো দরকার।’ বক্স অফিসের নিরিখে পুরুষ অভিনেতাদের বেশি পারিশ্রমিক দেওয়ার চল শিগগিরই বন্ধ হবে না। তবে সামনে আশা দেখছেন অভিনেত্রী, “আজকালকার দর্শকদের কাছে আমি খুবই কৃতজ্ঞ। তারা যেভাবে নারীপ্রধান ছবি গ্রহণ করছে সেটা দারুণ। এ জন্যই ‘কাহানি’ বা ‘রাজি’র মতো ছবি তৈরি হয়েছে। কারণ প্রযোজকরা দর্শকদের ওপর ভরসা করতে পেরেছেন।”

 

 

মন্তব্যসাতদিনের সেরা