kalerkantho

সোমবার  । ১৯ শ্রাবণ ১৪২৭। ৩ আগস্ট  ২০২০। ১২ জিলহজ ১৪৪১

আরো খবর

২১ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে►    জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম আসরে যোগ দিতে আজ ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন দুই নায়ক—রিয়াজ ও ফেরদৌস।

►    নিবন্ধনসংক্রান্ত জটিলতার কারণে তানিম রহমান অংশুর ছবি ‘স্বপ্নবাড়ি’র নাম বদলে গেল। নতুন নাম ‘স্বপ্নের ঘর’। আনিসুর রহমান মিলন ও জাকিয়া বারী মম অভিনীত ছবিটি সম্প্রতি সেন্সর ছাড়পত্র পেয়েছে।

►    সোয়াইবুর রহমান রাসেলের ছবি ‘নন্দিনী’তে অভিনয়ের জন্য বুধবার ১০ দিনের জন্য বাংলাদেশে এসেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত। এর আগে বাংলাদেশের ‘চোরাবালি’ ও ‘সম্রাট’-এ অভিনয় করেছিলেন ভারতীয় এই অভিনেতা।

►    ‘স্ত্রী’র সিক্যুয়াল আসবে, নিশ্চিত করেছেন রাজকুমার রাও। অল্প বাজেটের এই হরর-কমেডি ৩০ আগস্ট মুক্তির পর ১০০ কোটি রুপির বেশি ব্যবসা করেছে। ছবিতে আরো আছেন শ্রদ্ধা কাপুর।

►    মার্ভেল স্টুডিওর বহুল আলোচিত ‘ক্যাপ্টেন মার্ভেল’-এর বাজেট ফাঁস করে দিয়েছে একটি গণমাধ্যম। জানা গেছে, ছবিটির বাজেট ১৫ কোটি ২০ লাখ ডলার [প্রায় ১২৫০ কোটি টাকা], যা মার্ভেলের অন্যান্য ছবির তুলনায় খুবই কম।

মন্তব্য