kalerkantho

শনিবার । ২৪ আগস্ট ২০১৯। ৯ ভাদ্র ১৪২৬। ২২ জিলহজ ১৪৪০

শুধু শাহরুখই পারলেন

রংবেরং ডেস্ক   

২১ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেশুধু শাহরুখই পারলেন

আগামী সপ্তাহে মুক্তি পাবে বরুণ ধাওয়ান ও আনুশকা শর্মার ছবি ‘সুই ধাগা’। ছবিতে চরিত্রের প্রয়োজনে সেলাই শিখতে হয়েছে দুজনকেই। ছবির মুক্তি উপলক্ষে বলিউড সহকর্মীদের মজার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন বরুণ ও আনুশকা। সেটা হলো সুঁইতে সুতা পরানো! অক্ষয় কুমার, আলিয়া ভাট থেকে রণবির কাপুর—সবাই হয়রান হয়েছেন এই কম্মটি করতে। এ নিয়ে সবাই মজার ভিডিও পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর চ্যালেঞ্জটি দেওয়া হয় শাহরুখ খানকে। ওমা, কাজটি করতে অন্যদের যখন অবস্থা কাহিল, তখন কত অনায়াসে সেটা সারলেন ‘কিং খান’! ঘটনা হলো, ‘সুই ধাগা’ চ্যালেঞ্জে জিততে অভিনেতা বেছে নিয়েছিলেন বিশালাকৃতির এক সুঁই। সেটার বড় ছিদ্রে সুতা গলানো কোনো ব্যাপারই নয়। আনুশকাকে ট্যাগ করে নিজের এই ভিডিও টুইটারে পোস্ট করেন অভিনেতা। বলেন, “আনুশকা শর্মা আমাকে ‘সুই ধাগা’ চ্যালেঞ্জ দিয়েছিল। দেখো, কত সহজেই না জিরো পয়েন্ট জিরো জিরো জিরো ওয়ান সেকেন্ডেই করে ফেললাম।” মজা করলেও ছবির জন্য শুভ কামনা জানাতেও ভোলেননি শাহরুখ, “আমি আমার মতো করে চ্যালেঞ্জ নিয়েছি। ‘সুই ধাগা’র জন্য শুভ কামনা।” কিং খানের এমন কৃতিত্বে তাঁকে ‘সুই ধাগা’ চ্যালেঞ্জের বিজয়ী ঘোষণা করেছেন আনুশকা। শাহরুখের ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘জিরো পয়েন্ট জিরো জিরো জিরো ওয়ান সেকেন্ড! বিশ্বরেকর্ড! তাঁকে এর মধ্যে পুরস্কারও দিয়ে দিয়েছি।’

 

মন্তব্য