kalerkantho

শুক্রবার । ১৫ নভেম্বর ২০১৯। ৩০ কার্তিক ১৪২৬। ১৭ রবিউল আউয়াল ১৪৪১     

বলিউডে গাইতে চান

রংবেরং ডেস্ক   

১৭ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবলিউডে গাইতে চান

কিছুদিন আগে ব্রিটিশ গায়ক জেইন মালিক জানিয়েছিলেন বলিউডের গান নিয়ে আগ্রহের কথা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘টাইগার জিন্দা হ্যায়’-এর গানের লিংক শেয়ার করেছিলন। এবার বলিউড গান নিয়ে আগ্রহ দেখালেন গায়িকা সেলেনা গোমেজও। ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসকে দেওয়া সাক্ষাৎকারে ‘গুড ফর ইউ’ গায়িকা বলেন, ‘অবশ্যই বলিউডে গাইতে চাই, কেন নয়। আমাকে কেউ গাইতেই ডাকেনি।’ ভারতীয় সংগীত নিয়ে গায়িকার আগ্রহ অবশ্য বেশ পুরনো। ২০১৩ সালে মুক্তি পাওয়া তাঁর প্রথম স্টুডিও অ্যালবামের হিট গান ‘কাম অ্যান্ড গেট ইট’-এ ভারতীয় সংগীতের ব্যাপক প্রভাব ছিল। বিশেষ করে গানে তবলার ব্যবহার খুবই প্রশংসিত হয়। গানের সঙ্গে সেলেনাকে প্রশ্ন করা হয় অভিনয় নিয়ে। তিনি জানান গান-অভিনয় দুটির প্রতি সমান আগ্রহের কথা, ‘অভিনয় সব সময় আমার হৃদয়ে আছে। কিন্তু আমার জীবনে গান ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে আছে। দুটির জন্যই আমি কৃতজ্ঞ, দুটিই খুব ভালোবাসি। তবে এখন অভিনয়ে আরেকটু বেশি মনোযোগী হতে চাই।’

 

মন্তব্যসাতদিনের সেরা