kalerkantho

বৃহস্পতিবার । ২১ নভেম্বর ২০১৯। ৬ অগ্রহায়ণ ১৪২৬। ২৩ রবিউল আউয়াল ১৪৪১     

রাধিকা যখন রাজকুমার

রংবেরং ডেস্ক   

১৭ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরাধিকা যখন রাজকুমার

‘ট্র্যাপড’, ‘নিউটন’ থেকে ‘বেরেলি কি বরফি’—২০১৭ সালটা দুর্দান্ত কেটেছিল রাজকুমার রাওয়ের। এ বছর দারুণ যাচ্ছে অভিনেতার। মুক্তি পেয়েছে ‘ওমের্তা’, ‘ফ্যানি খান’, ‘স্ত্রী’, ‘লাভ সোনিয়া’র মতো ছবি। অভিনেত্রীদের মধ্যে তাঁর সঙ্গে পাল্লা দিতে পারেন শুধু রাধিকা আপ্তেই। বড় পর্দা আর নেটফ্লিক্স মিলিয়ে ২০১৮ সালটা দারুণ কাটছে তাঁর। এ নিয়ে মজা করে পরিচালক বিক্রমাদিত্য মোটয়ানে বলেন, “সে ২০১৮ সালের রাজকুমার রাও। ‘লাস্ট স্টোরিজ’, ‘সেক্রেড গেমস’, ‘ঘুল’— সবখানেই সে আছে।” জনপ্রিয় ওয়েবের এই তিন কাজ ছাড়াও অভিনেত্রী অক্ষয় কুমারের সঙ্গে মিলে ‘প্যাডম্যান’-এর মতো হিট ছবি করেছেন। এটা তাঁকে বছরের সবচেয়ে সফল অভিনেত্রীতে পরিণত করেছে; যদিও রাধিকা সে কথা মানতে নারাজ, ‘এটা আমার জীবনের সেরা বছর অবশ্যই না। আশা করি সামনে এর চেয়েও ভালো সময় আসবে।’

 

মন্তব্যসাতদিনের সেরা