kalerkantho

বৃহস্পতিবার । ২৯ শ্রাবণ ১৪২৭। ১৩ আগস্ট ২০২০ । ২২ জিলহজ ১৪৪১

বন্যার্তদের পাশে

রংবেরং ডেস্ক   

৬ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেবন্যার্তদের পাশে

সুশান্ত সিং রাজপুত

অমিতাভ বচ্চন, শাহরুখ থেকে সালমান খান—প্রায় সব বলিউড তারকাই কেরালার বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন। এবার আর্থিক সাহায্যের ঘোষণা দিলেন এ আর রহমান। দক্ষিণ রাজ্যটির ক্ষতিগ্রস্ত মানুষের জন্য এক কোটি রুপি সাহায্যের ঘোষণা দিয়েছেন নন্দিত এই সুরকার। এ আর রহমান এখন কনসার্টে ব্যস্ত যুক্তরাষ্ট্রে। সেখান থেকেই প্রতীকী চেকের ছবি শেয়ার করে টুইটারে ঘোষণা দেন, ‘আমার এবং দলের পক্ষ থেকে কেরালার ভাই-বোনদের জন্য। এই সামান্য সাহায্য তাদের কাজে লাগুক।’ এখানেই শেষ নয়, ৯ সেপ্টেম্বর আরেকটি কনসার্ট আছে অরল্যান্ডোতে। সেখানে তিনি কনসার্টে আসা শ্রোতাদের কাছ থেকে আর্থিক সাহায্য তুলবেন বলেও জানিয়েছেন। অন্যদিকে কেরালার বন্যার্তদের জন্য এক কোটি রুপি  সাহায্য করেছিলেন অভিনেতা সুশান্ত সিং রাজপুতও। এবার তিনি দাঁড়ালেন নাগাল্যান্ডের বন্যার্তদের পাশেও।  উত্তর-পূর্ব ভারতের রাজ্যটির বন্যার্তদের জন্য এক কোটি ২৫ লাখ রুপি অনুদান দিয়েছেন তিনি। কিছুদিন আগেই বন্যায় রাজ্যটির ৫০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়। রাজ্য প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ক্ষতি পুষিয়ে নিতে অন্তত ৮০০ কোটি রুপি দরকার। এ ঘোষণার পরই ‘কাই পো চে’ অভিনেতা নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইথিউ রিওয়ের সঙ্গে দেখা করে তাঁর হাতে চেক তুলে দেন। পরে মুখ্যমন্ত্রী ও সুশান্ত দুজনই বিষয়টি নিশ্চিত করে টুইট করেন।

 

 

মন্তব্যসাতদিনের সেরা