kalerkantho

রবিবার। ১৮ আগস্ট ২০১৯। ৩ ভাদ্র ১৪২৬। ১৬ জিলহজ ১৪৪০

ঈশ্বরের দেখা

রংবেরং ডেস্ক   

৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঈশ্বরের দেখা

বিটলসের অন্য তিন সদস্য যে পরিমাণ মাদক নিয়েছেন, তার ধারেকাছে তিনি নেই। গণমাধ্যমে পল ম্যাকার্টনি ছিলেন এক ভালো ‘বিটল’। অবশেষে সেই ভালো বিটল প্রথমবারের মতো স্বীকার করলেন, একবার তিনি ‘হ্যালুসিনোজেনিক ড্রাগ’ নিয়েছিলেন। সেটার মাত্রা এতটাই ছিল যে মাদকটি গ্রহণ করার সঙ্গে সঙ্গে তিনি কাছে থাকা একটা সোফায় পড়ে যান। সেখানে শুয়ে শুয়েই নাকি দেখা পেয়েছিলেন ঈশ্বরের। তাঁর ভাষায়, ‘ঈশ্বরের দেখা পেয়েছিলাম সেবার। বিশাল কোনো টাওয়ারের মতো।’ ষাটের দশকে ‘ডিএমটি’ নামের এই মাদকটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল মাদকসেবীদের কাছে। কেননা এটি গ্রহণে দ্রুত নেশা হতো। এই মাদকটিই সেবার গ্রহণ করেছিলেন ম্যাকার্টনি। 

 

মন্তব্য