kalerkantho

সোমবার । ২০ জানুয়ারি ২০২০। ৬ মাঘ ১৪২৬। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪১     

বয়স বাড়াই ভালো!

রংবেরং ডেস্ক   

১৯ মার্চ, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবয়স বাড়াই ভালো!

বুড়িয়ে যাওয়া নিয়ে তারকাদের চিন্তার শেষ নেই। বয়সের ছাপ এড়াতে ছুরি-কাঁচির নিচে নিজেকে সঁপে দিতেও দ্বিধা করেন না কেউ কেউ। তবে সেই তালিকায় নেই অ্যাঞ্জেলিনা জোলি। বয়স বাড়া নিয়ে তাঁর চিন্তা নেই, এই তারকা বরং বুড়িয়ে যেতেই ভালোবাসেন, ‘আয়নার সামনে দাঁড়ালে নিজেকে দেখে মনে হয়, ঠিক মায়ের মতোই দেখাচ্ছে। এটা আমাকে সন্তুষ্ট করে। আয়নায় আমি অবশ্য নিজের বয়স বাড়তেও দেখি, সেটাও আমাকে আনন্দ দেয়। কারণ এর মানে আমি বেঁচে আছি, আমি বেঁচে আছি এবং বয়স বাড়ছে।’ জোলি আরো বলেন, আয়নার সামনে দাঁড়ালে এখন আর শুধু নিজের মুখই দেখতে পান না, দেখেন আরো অনেক মুখ, ‘আমার চেহারায় শুধু আমিই থাকি না, পুরো পরিবারকেই দেখতে পাই। নিজের বয়সও।’

 

মন্তব্যসাতদিনের সেরা