kalerkantho

বৃহস্পতিবার ।  ১৯ মে ২০২২ । ৫ জ্যৈষ্ঠ ১৪২৯ । ১৭ শাওয়াল ১৪৪৩  

অভিনয়শিল্পীদের পাশে স্বপ্ন

রংবেরং প্রতিবেদক   

২৬ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঅভিনয়শিল্পীদের পাশে স্বপ্ন

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সুবিধাবঞ্চিত অভিনয়শিল্পীদের সাহায্যে এগিয়ে এসেছে বাংলাদেশের সর্ববৃহৎ সুপারস্টোর চেইন শপ স্বপ্ন। ২০ ডিসেম্বর তেজগাঁওয়ে এসিআই সেন্টারে আয়োজিত একটি অনুষ্ঠানে অভিনয়শিল্পী সংঘ ও স্বপ্নর মধ্যে এ বিষয়ে একটি দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে অভিনয়শিল্পী সংঘ কর্তৃক নির্ধারিত ২০ জন সদস্যকে প্রতি মাসে পাঁচ হাজার টাকার বাজার সুবিধাসহ সংগঠনটির সদস্যদের স্বপ্নর পক্ষ থেকে বিভিন্ন সুবিধা প্রদান করা হবে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এবং স্বপ্নর নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির।

বিজ্ঞাপনসাতদিনের সেরা