kalerkantho

শনিবার । ১৮ জানুয়ারি ২০২০। ৪ মাঘ ১৪২৬। ২১ জমাদিউল আউয়াল ১৪৪১     

থাকছেন পরের কিস্তিতেও

রংবেরং ডেস্ক   

১৪ জুন, ২০১৭ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেথাকছেন পরের কিস্তিতেও

এ বছরের জানুয়ারিতে মুক্তি পায় দীপিকা পাড়ুকোন অভিনীত প্রথম হলিউড ছবি ‘এক্সএক্সএক্স : রিটার্ন অব জেন্ডার কেজ’। এর পর থেকেই প্রশ্ন ছিল পরের প্রজেক্ট কবে? অভিনেত্রী মুখে কুলুপ এঁটে থাকলেও মুখ খুলেছেন পরিচালক। ‘এক্সএক্সএক্স’-এর পরের কিস্তির কাজ শুরু হবে শিগগিরই, যেখানে থাকবেন দীপিকাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন ছবির ঘোষণা আসার পরেই ভক্তদের প্রশ্ন আসতে থাকে ভারতীয় অভিনেত্রীকে নিয়ে। কৌতূহলী ভক্তরা জানতে চায় প্রিয় অভিনেত্রীকে পরের পর্বে দেখা যাবে কি না। উত্তরে পরিচালক ডিজে কারাসো বলেন, ‘হ্যাঁ, অবশ্যই।’ তিনি আরো জানান, এ বছরের শেষের দিকেই নতুন পর্বের শুটিং শুরুর পরিকল্পনা করছেন। এ জন্য সামনের সপ্তাহেই মিটিং ডেকেছেন, ‘আসছে সপ্তাহেই সবার সঙ্গে দেখা হচ্ছে। তখনই সবার কাছ থেকে শিডিউল চাওয়া হবে। শিডিউল মিলিয়ে শিগগিরই কাজ শুরু হবে।’ দীপিকা এখন ব্যস্ত সঞ্জয়লীলা বানশালির ‘পদ্মাবতী’ নিয়ে। ২০ জানুয়ারি মুক্তি পাওয়া আট কোটি ৫০ লাখ ডলারের ‘এক্সএক্সএক্স : রিটার্ন অব জেন্ডার কেজ’ এ পর্যন্ত বিশ্বব্যাপী ৩৪ কোটি ৬০ লাখ ডলার ব্যবসা করেছে।

মন্তব্যসাতদিনের সেরা