kalerkantho

সোমবার । ১৪ অক্টোবর ২০১৯। ২৯ আশ্বিন ১৪২৬। ১৪ সফর ১৪৪১       

১০ বছর পর তপু-আনিলা

রংবেরং প্রতিবেদক   

১ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে২০০৬ সালে ‘এক পায়ে নূপুর’ গানটিতে কণ্ঠ দেন তপু ও আনিলা। এটিই ছিল দুজনের একসঙ্গে প্রথম গান। তপুর ‘বন্ধু ভাবো কি’ অ্যালবামে প্রকাশিত সেই গানটি বেশ জনপ্রিয়তা পায়। এরপর অডিওতে আর কোনো গানে শোনা যায়নি তাঁদের কণ্ঠ। মাঝে ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’ ছবিতে ‘শেষ চিঠি’ শিরোনামের একটি গানে কণ্ঠ দেন দুজন। ১০ বছরের বেশি সময় পর আবারও অ্যালবামের জন্য গেয়েছেন তপু-আনিলা। গানটির শিরোনাম ‘যাবে কি চলে’। ‘ভুলগুলো সব আমার, মেনে যদি বলি আবার, তুমি যাবে কি চলে’—গানটি লিখেছেন তপু নিজেই। সুর করেছেন শামস। সংগীতায়োজনে তপুর ব্যান্ড যাত্রী। আগামী পহেলা বৈশাখে স্বনামে প্রকাশ পাবে যাত্রীর নতুন অ্যালবাম। সেই অ্যালবামে থাকবে গানটি।

তপু বলেন, ‘আমাদের গাওয়া প্রথম গানটিই শ্রোতারা দারুণ গ্রহণ করেছে। অথচ এরপর আর কোনো অ্যালবামে আমরা কণ্ঠ দিইনি। ভাবতে নিজের কাছেই অবাক লাগছে! আনিলা দেশে থাকলে হয়তো হতো। মাস তিনেক আগে আনিলা দেশে এলে এই গানটি করে রাখি। গানটির মধ্যে প্রথমটির ছোঁয়া খুঁজে পাবে শ্রোতারা।’

মন্তব্যসাতদিনের সেরা