kalerkantho

বুধবার । ২০ নভেম্বর ২০১৯। ৫ অগ্রহায়ণ ১৪২৬। ২২ রবিউল আউয়াল ১৪৪১     

‘চাঁদনী’র রিমেকে পরী

নিজস্ব প্রতিবেদক   

২৬ নভেম্বর, ২০১৬ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে‘চাঁদনী’র রিমেকে পরী

১৯৯১ সালে মুক্তি পায় এহতেশামের ‘চাঁদনী’। এই ছবির মাধ্যমে অভিষেক ঘটে নাঈম-শাবনাজ জুটির। দারুণ ব্যবসাসফল ছবিটির রিমেক করতে যাচ্ছেন শামীমুল ইসলাম শামীম। এরই মধ্যে চাঁদনী চরিত্রে পরীমণিকে চুক্তিবদ্ধ করেছেন। জানুয়ারিতেই শুটিং। শামীম বলেন, “‘চাঁদনী’ আমার অনেক প্রিয় একটি ছবি। অনেক বছর ধরেই ভাবছি এটির রিমেক করব। তবে নব্বইয়ের দশক আর এখনকার সময়ের মধ্যে পার্থক্য অনেক। তাই গল্পের কিছু জায়গায় পরিবর্তন করতে হচ্ছে। গল্প লেখার কাজ শেষ। পরিচালক সমিতিতেও নাম নিবন্ধন করেছি। শ্রদ্ধেয় এহতেশাম প্রয়াত হয়েছেন। প্রযোজকদের কাউকেই খুঁজে পাইনি। ভাবছি শুটিংয়ের আগে নাঈম-শাবনাজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করব।”

পরীমণি বলেন, ‘পরিচালকের কাছে গল্প শুনে ভালো লেগেছে বলেই রাজি হয়েছি। আগের ছবিটির কথা অনেক শুনেছি তবে দেখা হয়নি। শাবনাজ আপু যে এই ছবির মাধ্যমে চলচ্চিত্রে এসেছিলেন, তা জানি। তাঁর অভিনীত চরিত্রে অভিনয় করব ভেবে ভালো তো অবশ্যই লাগছে।’

মন্তব্যসাতদিনের সেরা