kalerkantho

শনিবার । ২০ আগস্ট ২০২২ । ৫ ভাদ্র ১৪২৯ । ২১ মহররম ১৪৪৪

শিকারীর পরিচালক কে?

রংবেরং প্রতিবেদক   

২১ জুলাই, ২০১৬ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমহরতের দিন ঘোষণা দেওয়া হয়, ‘শিকারী’ ছবির পরিচালক বাংলাদেশের জাকির হোসেন সীমান্ত ও ভারত থেকে জয়দেব মুখার্জির নাম। ছবির প্রচারণাও সেভাবে চলতে থাকে। কিন্তু ছবি মুক্তির আগে হঠাৎ করে বাংলাদেশি পরিচালক হিসেবে ব্যানারে প্রচার করা হয় আব্দুল আজিজের নাম। তখনো ভারতের পরিচালক হিসেবে জয়দেবের নাম ঠিক ছিল।

বিজ্ঞাপন

কিন্তু কে জানত, চলতি সপ্তাহে এসে সেই বেচারির নামও পরিবর্তিত হবে!

‘শিকারী’ ছবির পরিচালক হিসেবে এখন পর্দায় দেখা যাচ্ছে আব্দুল আজিজ ও রাজেশ কুমার যাদবের নাম। নেই প্রথম দুজন—সীমান্ত ও জয়দেব। তবে এ বিষয়ে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজ মুখ খুলতে রাজি নয়। ছবিটির সঙ্গে সংশ্লিষ্ট অভিনেতা সুব্রত এ বিষয়ে বলেন, ‘আমরা শুটিং করার সময় জয়দেব ও সীমান্তকে পেয়েছিলাম। পরে আব্দুল আজিজ ও রাজেশ কুমার যাদব ছবিটির পরিচালক হিসেবে কাজ করেছেন কি না জানি না। ’সাতদিনের সেরা