kalerkantho

মঙ্গলবার । ৬ ডিসেম্বর ২০২২ । ২১ অগ্রহায়ণ ১৪২৯ । ১১ জমাদিউল আউয়াল ১৪৪৪

সবজিতে অরুচি

রংবেরং ডেস্ক   

২৫ জুন, ২০১৬ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপ্রাণী প্রেম, ধর্মীয় বিধিনিষেধ বা মেদহীন শরীর পেতে নিরামিষভোজী হন তারকারা। কেউ আবার কোনো ছবির বিশেষ চরিত্রের জন্য তৈরি হতে গিয়েও আমিষ বর্জন করেন। তবে ‘ম্যাজিক মাইক’ তারকা শানিং ট্যাটুমকে কখনোই এই দলে দেখা যাবে না। ৩৬ বছরের এই মার্কিন অভিনেতা সবজি দুচোখে দেখতে পারেন না! এই তথ্য ফাঁস করেছেন অভিনেতার স্ত্রী জিনা দেওন।

বিজ্ঞাপন

‘ওম্যান হেলথ’ ম্যাগাজিনের প্রচ্ছদ হয়েছেন ‘স্টেপ আপ’ অভিনেত্রী জিনা। সেখানেই নিজের ও পরিবারের খাদ্যাভ্যাস নিয়ে বলেছেন। জিনা নিজে নিরামিষভোজী। তবে স্বামী যে তাঁর লাইনে নেই জানিয়েছেন সেটাও, ‘ও মোটেই সবজি খেতে পারে না। চেষ্টা যে করেনি তা নয়। একবার টানা ছয় মাস চেষ্টা করেছে, কিছুতেই সবজিতে অভ্যস্ত হতে পারেনি। এখন সবজির কথা শুনতেই পারে না। ’সাতদিনের সেরা