kalerkantho

মঙ্গলবার । ৩ কার্তিক ১৪২৮। ১৯ অক্টোবর ২০২১। ১১ রবিউল আউয়াল ১৪৪৩

প্রেমের স্বীকারোক্তি...

রংবেরং প্রতিবেদক   

১৪ মে, ২০১৬ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেপ্রেমের স্বীকারোক্তি...

মাহিয়া মাহি ও আব্দুল আজিজ [ইনসেটে]

‘ভালোবাসার রং’ দিয়ে দুজনেরই অভিষেক—একজন নায়িকা, অন্যজন প্রযোজক। এই ছবি মুক্তির পর থেকেই জাজ মাল্টিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের সঙ্গে প্রেমের গুঞ্জনে জড়িয়ে পড়েন মাহিয়া মাহি। তবে এত দিন সরাসরি এ বিষয়ে মুখ খোলেননি তাঁরা। প্রসঙ্গ এলেই এড়িয়ে গেছেন। অবশেষে মুখ খুললেন আজিজ। এবারের মা দিবসে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে মাহির সঙ্গে সম্পর্ক থাকার কথা স্বীকার করেছেন। মাকে নিয়ে লেখা স্টেটাসের এক অংশে তিনি লেখেন, ‘মাহির সঙ্গে আমার তখন গভীর প্রেম। মাহি একদিন জিজ্ঞেস করল, যদি তোমার মা বলে আমার সঙ্গে সম্পর্ক না রাখতে, তুমি কী করবে? আমি বলেছিলাম, আমার মা যদি বলে তোমাকে ছেড়ে দিতে, আমি উনাকে দ্বিতীয় কোনো কথা জিজ্ঞেস করব না, সোজা তোমার সঙ্গে সম্পর্ক ব্রেক করে দেব। কিন্তু তুমি নিশ্চিত থাকো, উনি কোনো দিন আমাকে এ কথা বলবেন না। আর এখনো বলেনওনি।’

আজিজের এমন সরল স্বীকারোক্তিতে অনেকেই অবাক হয়েছিলেন। একের পর এক মন্তব্য আর প্রশ্ন জমা হতে থাকে মন্তব্যের ঘরে। পরদিন আরেকটা স্টেটাস দেন আজিজ, ‘যা বলি তা সত্য বলি, মন থেকে বলি। আমার ফ্রেন্ড লিস্টে আমার ভাই, বোন, বউ, মেয়ে সবাই আছে। আমার বউয়ের যদি সমস্যা না হয় তাহলে আপনাদের সমস্যা কেন?’

তবে এ ব্যাপারে মাহি তখনো মুখ খোলেননি। বিজ্ঞাপনের শুটিংয়ে কলকাতায় ছিলেন তিনি। ফিরেছেন ১২ মে রাতে। গতকাল দুপুরে কথা হয় তাঁর সঙ্গে। যদিও আজিজের মতো সাহসী হতে পারেননি মাহি, বললেন—‘বিষয়টিকে আমি ইতিবাচক হিসেবেই দেখছি। ফেসবুকে আজিজ সাহেব খুব জনপ্রিয়, অনেক ভক্ত-অনুসারী তাঁর। সবার সামনে তিনি খোলামেলা কথা বলেছেন। ভালো। অনেক দিন আমার নতুন ছবির শুটিং নেই, নিউজ কাভারেজও পাচ্ছিলাম না। তাঁর স্টেটাসের কারণে এবার নিশ্চয়ই আমি আলোচনার কেন্দ্রবিন্দুতে আসতে পারব। ধন্যবাদ আজিজ সাহেবকে।’সাতদিনের সেরা