kalerkantho

বৃহস্পতিবার । ১৮ অগ্রহায়ণ ১৪২৭। ৩ ডিসেম্বর ২০২০। ১৭ রবিউস সানি ১৪৪২

পরিচালনায় জয়া

রংবেরং প্রতিবেদক   

১৮ এপ্রিল, ২০১৬ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপরিচালনায় জয়া

দীর্ঘদিন ধরে অভিনয় করছেন জয়া আহসান। তবে পরিচালনা করবেন কি না জানতে চাইলে উত্তর এড়িয়ে যেতেন। বলতেন, পরিচালনা অনেক কঠিন কাজ। অথচ এবার গোপনে সেই কঠিন কাজটি সম্পাদন করতে যাচ্ছেন এই অভিনেত্রী। ‘দেবী’ নামের একটি ছবি সরকারি অনুদানের জন্য তথ্য মন্ত্রণালয়ে জমা দিয়েছেন তিনি। অনুদান পেলে জুন থেকেই শুটিং শুরু করতে চান জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই অভিনেত্রী। জয়া বলেন, ‘প্রথম ছবি বলে কথা। একটু অন্য ঘরানার গল্প পছন্দ করেছি। ভক্তরা কী চায় সেটা ১০ বছর ধরে অনুধাবন করার চেষ্টা করেছি। তাদের কথা মাথায় রেখেই এ গল্প বাছাই করেছি। তবে নিজে অভিনয় করব কি না সেটা নিয়ে ভাবিনি। সময় হলে সংবাদ সম্মেলন করেই ছবির আদ্যোপান্ত সবাইকে জানিয়ে দেব।’ উল্লেখ্য, এ মাসের শেষ সপ্তাহে অনুদান ঘোষণা করা হবে বলে জানিয়েছে তথ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মন্তব্য