অভিনয়ের সময় শুটিং স্পটে বসে অনেক গল্পের এদিক-সেদিক করেছেন অভিনেতা শাকিব খান। চিত্রনাট্যেও পরিবর্তন এনেছেন। তবে এবার আর স্পটে বসে নয়, ঘরে বসেই গল্প লিখছেন তিনি। চিত্রনাট্যের কাজটাও করার সিদ্ধান্ত নিয়েছেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, 'এর মধ্যে প্রাথমিকভাবে গল্পটি সাজিয়েছি। এখন চলছে চিত্রনাট্যের কাজ। শুটিংয়ের ফাঁকে যেটুকু অবসর পাই, সেটুকুই এর পেছনে কাজে লাগাচ্ছি। প্রথম গল্পকার হিসেবে দর্শকদের নতুন কিছু উপহার দিতে চাই। ভালো একজন পরিচালককে নেব নির্মাণে। '
শাকিবের আজ ব্যাংকক থেকে দেশে ফেরার কথা।
আগামীকাল থেকে উত্তম আকাশের 'রাজা ৪২০' ছবির শুটিংয়ে অংশ নেবেন তিনি।