kalerkantho

মঙ্গলবার । ৪ কার্তিক ১৪২৭। ২০ অক্টোবর ২০২০। ২ রবিউল আউয়াল ১৪৪২

শমী নন প্রসূণ

রংবেরং প্রতিবেদক   

৩১ আগস্ট, ২০১৫ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেশমী নন প্রসূণ

১৭ বছর পর নতুন করে শুরু হতে যাচ্ছে মাসুম আজিজের 'সনাতন গল্প'র শুটিং। ১৯৯৬-৯৭ সালে অনুদান পাওয়া এই ছবির শুটিং শুরু হয়েছিল ১৯৯৮ সালে। তখন ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন শমী কায়সার। কিন্তু ৩০ ভাগ শুটিং শেষ হওয়ার পর আর অনুদানের অর্থ মেলেনি। শেষ পর্যন্ত বন্ধ হয়ে যায় শুটিং। সম্প্রতি সরকারের পক্ষ থেকে পরিচালককে ডেকে ছবিটি শেষ করার তাগিদ দেওয়া হয়। আটকে যাওয়া অনুদানের টাকাও তাঁর হাতে তুলে দেওয়া হবে বলে জানানো হয়। ফলে আবার ছবিটি নতুন করে শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক। এরই মধ্যে শমী কায়সারের জায়গায় প্রসূণ আজাদকে চূড়ান্ত করেছেন। তিনি বলেন, 'চরিত্রটির সঙ্গে শমীকে এখন আর জড়ানো সম্ভব নয়। মাঝখানে ১৭টি বছর কেটে গেছে। এর মধ্যে অনেক কিছুরই পরিবর্তন ঘটেছে। ফলে প্রসূণের কথা ভাবা। শুধু তাই নয়, তৌকীর আহমেদ ও শহীদুল আলম সাচ্চুর জায়গায় শ্যামল মাওলা ও জয়রাজকে নিয়েছি। আশা করি এবার ছবিটি ভালোভাবে শেষ করতে পারব।'

মন্তব্যসাতদিনের সেরা