kalerkantho

রবিবার । ১১ আশ্বিন ১৪২৮। ২৬ সেপ্টেম্বর ২০২১। ১৮ সফর ১৪৪৩

আবার শাবনূর

রংবেরং প্রতিবেদক   

১০ জুন, ২০১৫ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেআবার শাবনূর

২০১৩ সালের ২৯ ডিসেম্বর পুত্রসন্তানের মা হন শাবনূর। এরও ছয় মাস আগে থেকে ক্যামেরা থেকে নিজেকে আড়াল রাখেন তিনি। গত বছরের ১ অক্টোবর সন্তান আইজানকে নিয়ে দেশে ফেরেন এই অভিনেত্রী। এর পর থেকে বিভিন্ন অনুষ্ঠান ও অ্যাওয়ার্ড প্রোগ্রামগুলোতে যাতায়াত বন্ধ করে দেন। কিন্তু ২০১৫ সালের শুরু থেকে আবার সরব হয়েছেন তিনি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান থেকে শুরু করে চলচ্চিত্র মেলা, চলচ্চিত্র দিবস, উপমহাদেশীয় চলচ্চিত্র প্রদর্শনের বিরুদ্ধে প্রতিবাদসহ চলচ্চিত্রসংশ্লিষ্ট সব ধরনের অনুষ্ঠানে তাঁকে দেখা যাচ্ছে। শুধু তাই নয়, জুনিয়র সহকর্মী সাহারার বিয়ে থেকে শুরু করে পূর্ণিমা-মৌসুমীর ঘরোয়া অনুষ্ঠানেও হাজির হয়েছেন এ অভিনেত্রী। তাঁদের সঙ্গে সেলফি তুলে ফেসবুকেও আপলোড করেছেন তিনি। হঠাৎ এই পরিবর্তন সম্পর্কে শাবনূর বলেন, "মাঝখানের দুই বছর সবার সঙ্গে একটা দূরত্ব সৃষ্টি হয়েছিল। চেষ্টা করছি সেটা কমানোর। আইজানের বয়স এখন দেড় বছর। তাকে নিয়ে চিন্তাটা একটু কমেছে। তাই ভাবছি, আবার অভিনয় শুরু করব। আটকে থাকা 'পাগল মানুষ'-এর শুটিং করব আগামী মাসে। হাতে আছে সালাউদ্দীন লাভলুর নতুন একটি ছবি। সব নিয়ে এ বছর থেকে আবার ব্যস্ত হতে পারব বলে আশা করছি।"

 সাতদিনের সেরা