kalerkantho

রবিবার । ৯ কার্তিক ১৪২৭। ২৫ অক্টোবর ২০২০। ৭ রবিউল আউয়াল ১৪৪২

এবার লন্ডন যাত্রা!

রংবেরং প্রতিবেদক   

৮ এপ্রিল, ২০১৫ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেএবার লন্ডন যাত্রা!

প্রথমবারের মতো লন্ডনে শুটিং করতে যাচ্ছেন সিমলা। 'ত্রি ইললিগ্যাল' নামের ছবিটি পরিচালনা করবেন ইংল্যান্ডপ্রবাসী আমিনুল ইসলাম বাপ্পী। গত সপ্তাহে ছবিটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন সিমলা। আগস্টের প্রথম সপ্তাহে ছবির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন তিনি।

এখন চলছে প্রি-প্রোডাকশনের কাজ। গত পরশু ছবিটির জন্য স্থিরচিত্রও তুলেছেন এই অভিনেত্রী। সিমলা বলেন, 'ছবির গল্পে আমি বাংলাদেশি বংশোদ্ভূত এক নারী। বিয়ের পর এক সন্তানের মা হই। কিন্তু এর পরই স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়। একাকিত্ব জীবনে পরবর্তী সময়ে দুই বিদেশির সঙ্গে সম্পর্ক হয়। সেটাও একসময় ভেঙে যায়। সব মিলিয়ে আমি মানসিকভাবে ভেঙে পড়ি। পুরো ছবির শুটিং হবে ইংল্যান্ডে। পরিচালক এরই মধ্যে সব আয়োজন সম্পন্ন করেছেন বলে জানিয়েছেন।'

সিমলা ছাড়াও এ ছবিতে অভিনয় করছেন আনিসুর রহমান মিলন, ফেরদৌস, শহিদুল ইসলাম সাচ্চু ও নিপুণ। সম্প্রতি সিমলা অভিনীত 'নিষিদ্ধ প্রেমের গল্প' ছবিটির ট্রেইলার মুক্তি পেয়েছে। শিগগিরই ছবিটি সেন্সরে জমা পড়বে বলে জানান তিনি।

 

মন্তব্যসাতদিনের সেরা