* বিগ বসে চুমু দেখানোয় আদালতে মামলা করেছেন এক মানবাধিকারকর্মী।
* সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন দীলিপ কুমার।
* পরবর্তী ছবির জন্য কুস্তি শিখছেন আমির খান।
* মুম্বাইয়ে প্যারিস হিলটনের সঙ্গে সারা রাত পার্টি করেছেন সালমান খান।
বিজ্ঞাপন
* বেনারস থেকে আনুশকা শর্মার জন্য বেনারসি শাড়ি কিনেছেন আমির খান।
* জাপানে 'আনব্রোকেন' ছবির প্রদর্শনী নিষিদ্ধ করার দাবি জানিয়েছে কয়েকটি জাতীয়তাবাদী দল।
* অমল আলমুদ্দিন অন্তঃসত্ত্বা নন বলে জানিয়েছেন জর্জ ক্লুনির মুখপাত্র।
* 'কিকবক্সার' রিমেকে চুক্তিবদ্ধ হয়েছেন জিনা কারানো।
* আলাদা হয়ে গেলেন মারাইয়া ক্যারি ও নিক ক্যানন। অচিরেই তালাকের আবেদন করবেন মারাইয়া।
* আইটিউনে এ বছর সবচেয়ে বেশি ডাউনলোড হয়েছে 'ফ্রোজেন' ছবির সাউন্ডট্র্যাক।