kalerkantho

সোমবার । ৮ আগস্ট ২০২২ । ২৪ শ্রাবণ ১৪২৯ । ৯ মহররম ১৪৪৪

হরর কুইন বিপাশা

রংবেরং ডেস্ক   

১১ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেহরর কুইন বিপাশা

১৪ বছরের ক্যারিয়ারে প্রায় ৬০টির মতো ছবি করেছেন বিপাশা বসু। আর এর মধ্যে ১০টির মতো ছবি ভৌতিক বা সুপারন্যাচারাল বিষয়বস্তু নিয়ে নির্মিত হয়েছে। কিন্তু এই ১০টি সফল ছবির কারণেই এখন বলিউডে 'হরর কুইন' নামে ডাকা হচ্ছে তাঁকে। আর বিষয়টি রীতিমতো উপভোগ করছেন তিনি।

বিজ্ঞাপন

মুক্তি প্রতীক্ষিত 'অ্যালোন' ছবির (এটাও আধিভৌতিক কাহিনী নিয়ে নির্মিত) প্রচারণামূলক এক অনুষ্ঠানে বিপাশা বললেন, "আসলে ভৌতিক ছবি করব এমন পরিকল্পনা কখনোই ছিল না। তবে সাম্প্রতিক সময়ে এ ধরনের ছবিই বেশি করা হয়েছে, বিশেষ করে গত কয়েক বছরে। সেই হিসেবে আমাকে 'হরর কুইন' ডাকা হতেই পারে। এটা মন খারাপ হওয়ার মতো কথা নয়। যতক্ষণ পর্যন্ত এ ধরনের ছবি দর্শক পছন্দ করছে এবং আমার অভিনয় পছন্দ করছে, আমি এ নামেই খুশি। "

 সাতদিনের সেরা