একের পর এক ছবি, নাটক ও বিজ্ঞাপনের শুটিং নিয়ে ব্যস্ত বিদ্যা সিনহা মীম। গত মাসে শেষ করেছেন 'গুড মর্নিং লন্ডন' ছবির কাজ। এরপর 'সুইটহার্ট' ছবির এক লট শুটিং শেষ করেই গ্রামীণফোনের নতুন বিজ্ঞাপনচিত্রের কাজ হাতে নেন। সেখান থেকে ৭ ডিসেম্বর 'পদ্মপাতার জল' ছবির শুটিং করতে টেকনাফে যান।
বিজ্ঞাপন
সেখানে একটি গানের শুটিং শেষে ইউনিটের সঙ্গে কক্সবাজার, বান্দরবান ও রাঙামাটি যাবেন আরো কিছু দৃশ্যের শুটিং করতে। ১৭ ডিসেম্বর পর্যন্ত তিনি ছবিটির শুটিংয়ে অংশ নেবেন। এরপর ঢাকায় ফিরে আরো দুটি বিজ্ঞাপনের কাজ করবেন। কাজগুলো শেষ করে আবার ১ জানুয়ারি কাতার যাবেন। সব মিলিয়ে মীমের এখন দম ছাড়ারই সময় নেই। তিনি বলেন, 'হাতে অনেক কাজ জমে আছে। সেগুলো শেষ করতেই হিমশিম খাচ্ছি। এর মধ্যে আবার নতুন কাজের প্রস্তাব আসছে! বেশ কিছু নতুন ছবিতে কাজের জন্য নির্মাতারা শিডিউল চাচ্ছেন। সব মিলিয়ে বেশ দৌড়-ঝাঁপের মধ্যে আছি। তবু ভালো লাগছে। আসলে কাজে ব্যস্ত থাকতে কার না ভালো লাগে!'