kalerkantho

সোমবার । ১৬ ডিসেম্বর ২০১৯। ১ পোষ ১৪২৬। ১৮ রবিউস সানি                         

'মেন্টাল' ছবিতে শানের গান

রংবেরং প্রতিবেদক   

২৮ নভেম্বর, ২০১৪ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে'মেন্টাল' ছবিতে শানের গান

শামীম আহমেদ রনি পরিচালিত 'মেন্টাল' ছবিতে গাইলেন ভারতের শান। 'বলতে কথা কত কি' শিরোনামের গানটি লিখেছেন জাহিদ হাসান অভি, সুর করেছেন কলকাতার ডাব্বু। ছবির পরিচালক বলেন, 'ভালো মানের চলচ্চিত্র নির্মাণের জন্য যা যা প্রয়োজন আমরা তার পুরোটাই চেষ্টা করছি। সেই ধারাবাহিকতায়ই সময়ের জনপ্রিয় গায়ক শানকে দিয়ে গান গাওয়ানো। দৃশ্যায়নও যেন দৃষ্টিনন্দন হয় সে জন্য একটি আলাদা ক্রিয়েটিভ টিম শুধু গানগুলো নিয়েই কাজ করছে।'

ছবির প্রযোজক চৌধুরী বলেন, 'ছবির সব কটি গানেই ভিন্ন ভিন্ন চমক থাকছে। সেই চমকগুলো একে একে প্রকাশ করব।'

বাংলা এক্সপ্রেস ফিল্মস প্রযোজিত, দি অভি কথাচিত্র পরিবেশিত 'মেন্টাল' ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন শাকিব খান ও তিশা। আরো অভিনয় করবেন আঁচল, পড়শী, কাবিলা, মিশা সওদাগর প্রমুখ। শুটিং শুরু হবে ডিসেম্বরে।

 

মন্তব্যসাতদিনের সেরা