kalerkantho

মঙ্গলবার । ৪ অক্টোবর ২০২২ । ১৯ আশ্বিন ১৪২৯ ।  ৭ রবিউল আউয়াল ১৪৪৪

ইউএস চলচ্চিত্র উৎসবে '৭১-এর মা জননী'

রংবেরং প্রতিবেদক   

২৫ নভেম্বর, ২০১৪ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেডিসেম্বরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে 'ইউএস চলচ্চিত্র' উৎসব। সেখানে প্রদর্শিত হবে শাহ আলম কিরণের '৭১-এর মা জননী' ছবিটি। আনিসুল হকের 'জননী সাহসিনী ১৯৭১' উপন্যাস অবলম্বনে ছবিটি সরকারি অনুদানে নির্মিত হয়েছে। এতে অভিনয় করেছেন নিপুণ, আগুন, মিশু চৌধুরী, চিত্রলেখা গুহ, ম ম মোর্শেদসহ আরো অনেকে।

বিজ্ঞাপন

১৯ ডিসেম্বর সারা দেশে মুক্তি পেতে যাওয়া ছবিটি নিয়ে পরিচালক বলেন, 'মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীরাঙ্গনাদের জীবনচিত্র ফুটে উঠেছে এই ছবিতে। আশা করছি, ছবিটি সবার মনে দাগ কাটবে। '

এদিকে চলচ্চিত্র উৎসবে যোগ দেওয়ার জন্য তৈরি হচ্ছেন নিপুণ। সেখানে ছবিটির প্রদর্শনীর সময়ে উপস্থিত থাকবেন তিনি। এর অংশ হিসেবে চলতি সপ্তাহেই লন্ডনে যাচ্ছেন তিনি। সেখানে তাঁর মেয়ে রয়েছে। মেয়ের সঙ্গে কিছুদিন সময় কাটিয়ে চলে যাবেন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বড় ভাইয়ের কাছে। সেখান থেকেই উৎসবে যোগ দেবেন তিনি। উৎসবে অংশ নিয়ে আবারও লন্ডনে ফিরবেন মেয়ের কাছে। মেয়েকে নিয়ে ইউরোপে ঘুরে তারপর দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তাঁর। আপাতত তিনি ব্যস্ত মাসব্যাপী এই সফরের গোছগাছ করতে।

 

 সাতদিনের সেরা