kalerkantho

শুক্রবার । ১৪ মাঘ ১৪২৮। ২৮ জানুয়ারি ২০২২। ২৪ জমাদিউস সানি ১৪৪৩

এবার রোজের পরিবর্তে সাইমন!

রংবেরং প্রতিবেদক   

১৭ ডিসেম্বর, ২০১৩ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেএবার রোজের পরিবর্তে সাইমন!

ইফতেখার চৌধুরীর 'অ্যাকশান জেসমিন' ছবিতে ববির বিপরীতে শুরুতে অভিনয় করার কথা ছিল সুপার হিরো রোজের। চুক্তিবদ্ধও হয়েছিলেন তিনি। কিন্তু পরে সিদ্ধান্ত পরিবর্তন করলেন পরিচালক ইফতেখার। ১৫ ডিসেম্বর আকস্মিকভাবে ছবিটিতে রোজের পরিবর্তে সাইমনকে চুক্তিবদ্ধ করলেন তিনি।

বিজ্ঞাপন

আজ থেকে এফডিসিতে ছবির শুটিং শুরু হবে। কাল থেকে শুটিংয়ে অংশ নেবেন সাইমন। তিনি বলেন, "ববির সঙ্গে এর আগে 'স্বপ্ন ছোঁয়া' নামের একটি ছবিতে অভিনয় করেছি। ছবিটি মুক্তিপ্রতীক্ষিত। এর মধ্যে এই ছবিতে চুক্তিবদ্ধ হওয়াটাকে আমার কাছে স্বপ্ন মনে হচ্ছে। চেষ্টা করব পরিচালকের প্রত্যাশা পূরণ করে আমার চরিত্রটিকে সুন্দর করে ফুটিয়ে তুলতে। আশা করি দর্শকরাও তৃপ্ত হবেন আমার অভিনয় দেখে। " 'অ্যাকশান জেসমিন' ছবিটি প্রযোজনা করছে পিংকি চলচ্চিত্র।

এর আগে জাকির হোসেন রাজুর 'দবির সাহেবের সংসার' ছবিতে সাইমনের জায়গায় রোজ অভিষিক্ত হয়েছিলেন। এবার ঘটল উল্টো ঘটনা।

 

 সাতদিনের সেরা