kalerkantho

শনিবার । ১৩ অগ্রহায়ণ ১৪২৭। ২৮ নভেম্বর ২০২০। ১২ রবিউস সানি ১৪৪২

শুরু হলো অবাস্তব ভালোবাসা

রংবেরং প্রতিবেদক   

১১ ডিসেম্বর, ২০১৩ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেগতকাল হাতিরঝিলের প্রিয়াংকা শুটিং স্পটে মহরতের মাধ্যমে 'অবাস্তব ভালোবাসা' নামের একটি ছবির শুটিং শুরু করেছেন পরিচালক কাজল কুমার। নতুন জুটি মাহীয়ান চৌধুরী ও জয়কে নিয়ে ছবিটি প্রযোজনা করছে এফ এ চলচ্চিত্র। ছবিতে আরো অভিনয় করছেন কাজী হায়াৎ, মিজু আহমেদ, ইলিয়াস কোবরা, রেবেকা, রেহানা জলি প্রমুখ। মহরতের সময় উপস্থিত ছিলেন পরিচালক সমিতির সভাপতি শহিদুল ইসলাম খোকন। তিনি বলেন, 'আমরা চাই চলচ্চিত্রে নতুন নতুন ছেলেমেয়ে আসুক। তাহলে শিল্পী সংকট কিছুটা হলেও কমবে। পরিচালক কাজলের উদ্যোগকে আমি স্বাগত জানাই।' ছবির পরিচালক কাজল বলেন, 'আমি নতুন জুটিকে নিয়ে চেষ্টা করব ভালো একটি ছবি উপহার দেওয়ার জন্য। আমার বিশ্বাস, আমাদের এই চেষ্টা সফল হবে।' ছবিটির সংগীত পরিচালনা করেছেন আলী আকরাম শুভ।

 

 

মন্তব্যসাতদিনের সেরা