kalerkantho

শুক্রবার । ১৪ মাঘ ১৪২৮। ২৮ জানুয়ারি ২০২২। ২৪ জমাদিউস সানি ১৪৪৩

খলনায়কেই তুষ্টি

রংবেরং প্রতিবেদক   

২৫ নভেম্বর, ২০১৩ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেখলনায়কেই তুষ্টি

একের পর এক ছবিতে খল চরিত্রে অভিনয় করছেন অমিত হাসান। সম্প্রতি তিনি মুরাদের পরিচালনায় 'মনের মধ্যে লেখা' নামের ছবির কাজ শেষ করেছেন। এ ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন সাগর ও শম্পা। তবে অমিতের চরিত্রটিও বেশ গুরুত্বপূর্ণ।

বিজ্ঞাপন

অমিত বলেন, 'আমি এখন নিয়মিত খল চরিত্রে অভিনয় করছি। তবে মনের মতো চরিত্র না হলে নিছক মুখ দেখাতে পর্দায় হাজির হচ্ছি না। এ ছবিতে আমার চরিত্রটি গল্পের মোড় ঘুরিয়ে দেয়। বলা চলে, আমার এন্ট্রির মাধ্যমে ছবির গতি আরো বেড়ে যায়। '

 

 সাতদিনের সেরা