kalerkantho

মঙ্গলবার । ৬ ডিসেম্বর ২০২২ । ২১ অগ্রহায়ণ ১৪২৯ । ১১ জমাদিউল আউয়াল ১৪৪৪

ঢাকা রক মিউজিক ফেয়ার

রংবেরং প্রতিবেদক   

১৭ নভেম্বর, ২০১৩ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসংগীতসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নিয়ে ধানমণ্ডির দৃক গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে প্রথমবারের মতো 'ঢাকা রক মিউজিক ফেয়ার ২০১৩'। মেলাটি যৌথভাবে আয়োজন করেছে এন জে ইভেন্টস ও অ্যানিমেটিকস রেকর্ডস। অংশ নিচ্ছে সূর্যরাজ্য, ইনকারসন মিউজিক, ডুগডুগি ডটকম, আজব রেকর্ডস, মাশরুম এন্টারটেইনমেন্ট, মিউজিক প্লানেট স্কুল, হেভি মেটাল টি-শার্ট, মগের মুল্লুক, আমাদের গান ডটকম, সনিক মিউজিক ম্যাগাজিন, এলিয়েন মিউজিক একাডেমি, সকওয়েভ মিউজিক ফটোগ্রাফি, রেডিও ভুবন ও মিরপুর ব্যান্ড মেম্বারস অ্যাসোসিয়েশন। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে শিল্পীদের এক ছাদের নিচে পরিচয় ঘটানোই এই মেলার উদ্দেশ্য।

বিজ্ঞাপন

মেলায় সিডি, ডিভিডি, টি-শার্ট, মগ, পোস্টার, অ্যালবামের মোড়ক উন্মোচন, সেমিনার, কনসার্ট ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। থাকছে জনপ্রিয় শিল্পীদের সঙ্গে ছবি তোলা ও অটোগ্রাফ নেওয়ার সুযোগ। গতকাল শুরু হওয়া এই মেলা চলবে আজ রাত ৮টা পর্যন্ত।

 

 সাতদিনের সেরা