kalerkantho

শনিবার । ১০ ডিসেম্বর ২০২২ । ২৫ অগ্রহায়ণ ১৪২৯ । ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৪

সাশ্রয়ী মূল্যে ডিম সরবরাহ করতে নীতি সহায়তা দাবি

এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটির বৈঠক

নিজস্ব প্রতিবেদক   

২ অক্টোবর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেসাশ্রয়ী মূল্যে ডিম সরবরাহ করতে নীতি সহায়তা দাবি

নীতি সহায়তা পেলে বর্তমান বাজারদরের চেয়ে কমে ভোক্তাদের মাংস, ডিম ও দুধ সরবরাহ করা সম্ভব হবে। এ জন্য গবাদি পশু, পোল্ট্রি ও মাছের খামারিদের কৃষি খাতের মতো একই ধরনের নীতি সহায়তা দিতে হবে।

গতকাল শনিবার সকালে এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটি অন লাইভস্টক, পোল্ট্রি অ্যান্ড ফিশারিজের প্রথম সভায় এসব দাবি জানান কমিটির সদস্যরা।

বক্তারা বলেন, পোল্ট্রি, গরুর খামার, মাছ ও চিংড়ি চাষে বাণিজ্যিক হারে বিদ্যুৎ বিল পরিশোধ করতে হয়।

বিজ্ঞাপন

এতে উৎপাদন ও পরিচালন ব্যয় বাড়ে। কৃষি খাতের মতো ভর্তুকি মূল্যে বিদ্যুৎ পেলে সাশ্রয়ী মূল্যে ভোক্তাদের প্রোটিনের চাহিদা মেটানো সম্ভব হবে। সভায় প্রধান অতিথির বক্তব্যে এফবিসিসিআইর সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, গরু, মুরগি, মাছ ও চিংড়ির খামারে সরকারি সেবার মূল্য বিশেষায়িত হারে হওয়া উচিত। এতে নতুন উদ্যোক্তারা এখানে বিনিয়োগ করতে উৎসাহ পাবেন।

গুটিকয়েক অসাধু ব্যবসায়ীর জন্য সম্প্রতি ডিমের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে উল্লেখ করে জসিম উদ্দিন বলেন, মুষ্টিমেয় কয়েকজনের জন্য পুরো ব্যবসায়ী সমাজের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। বাজার নিয়ন্ত্রণ ও ব্যবসায়ীদের ইমেজ রক্ষায় অসাধু ব্যবসায়ীদের চিহ্নিত করার আহ্বান জানান তিনি।সাতদিনের সেরা