kalerkantho

শুক্রবার । ১২ আগস্ট ২০২২ । ২৮ শ্রাবণ ১৪২৯ । ১৩ মহররম ১৪৪৪

চট্টগ্রামে বিজিএমইএ নেতারা

দক্ষিণাঞ্চলে শিল্পায়ন ত্বরান্বিত হবে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

২৬ জুন, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেপদ্মা সেতুর ফলে দেশে যোগাযোগব্যবস্থার অভূতপূর্ব উন্নতির মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে। আত্মমর্যাদাশীল জাতি হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসিকতা ও দৃঢ় সংকল্পের কারণেই উন্নয়নের অগ্রযাত্রায় এটি মাইলফলক হয়ে থাকবে। ‘স্বপ্নের পদ্মা সেতু’ উদ্বোধন উপলক্ষে বিজিএমইএ চট্টগ্রাম এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে।

বিজ্ঞাপন

সেখানে গার্মেন্ট মালিকদের সংগঠন বিজিএমইএর প্রথম সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম এসব কথা বলেন। পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানটি চট্টগ্রাম বিজিএমইএ ভবনের মাহাবুব আলী হলে সরাসরি প্রদর্শন করা হয়। এর পরই গার্মেন্ট মালিকরা বক্তব্য দেন।

সৈয়দ নজরুল ইসলাম বলেন, পদ্মা সেতুর ফলে দেশের দক্ষিণাঞ্চলে শিল্পায়ন ত্বরান্বিত হবে। চট্টগ্রাম বন্দরের সহযোগী বন্দর হিসেবে মোংলা ও পায়রা বন্দরের কার্যক্রম বৃদ্ধি পাবে। উন্নয়ন কার্যক্রমের বর্ধিত চাপ মোকাবেলায় চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি পূর্বক বিশ্বমানের বন্দর হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্যে বে টার্মিনালসহ অন্যান্য অবকাঠামোগত উন্নয়ন দ্রুত সম্পাদন করা প্রয়োজন।

অনুষ্ঠানে বিজিএমইএ নেতা এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুস সালাম, এ এম শফিউল করিম (খোকন), এম আহসানুল হক, মিরাজ-ই-মোস্তফা কায়সার, সাবেক প্রথম সহসভাপতি নাসিরউদ্দিন চৌধুরীসহ বিজিএমইএর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও মধাহ্নভোজের আয়োজন করা হয়।সাতদিনের সেরা