kalerkantho

মঙ্গলবার । ২৮ জুন ২০২২ । ১৪ আষাঢ় ১৪২৯ । ২৭ জিলকদ ১৪৪৩

ইন্দোনেশিয়ার পাম তেল এলে দেশে দাম কমবে

ফরিদপুরে বাণিজ্যসচিব

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

২২ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেফরিদপুরে এক সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারা পৃথিবীতেই গম ও সয়াবিন তেলের দাম বেড়েছে। বর্তমানে ইউক্রেন ও রাশিয়া থেকে সব ধরনের পণ্য আমদানি বন্ধ রয়েছে।

গতকাল শনিবার ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যসংক্রান্ত জেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তপন কান্তি ঘোষ বলেন, ‘ওই দুটি দেশের সংকট কবে কাটবে, তা আমাদের জানা নেই।

বিজ্ঞাপন

ওই দুই দেশ থেকে আমদানি যত দিন বন্ধ থাকবে, তত দিন পণ্যের দাম কমার সম্ভাবনা নেই। এটা শুধু বাংলাদেশের জন্য নয়, সারা পৃথিবীর জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ’

ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়ের সভাপতিত্বে বাণিজ্যসচিব আরো বলেন, ‘আমাদের গম ও সূর্যমুখী তেল আমদানির ক্ষেত্রে রাশিয়া কিংবা ইউক্রেনের ওপর নির্ভর করতে হয়। ওই দুটি দেশের সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আমাদের বাজারে তেল, গম ও সারের ওপর প্রভাব পড়তে থাকবে। এ জন্য এখন থেকেই সবাইকে মিতব্যয়ী ও বিকল্প পণ্যের দিকে এগোতে হবে। ’

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘ইন্দোনেশিয়া পাম অয়েল রপ্তানি শুরু করবে আগামী সোমবার থেকে। ওই পাম অয়েল আমাদের দেশে এলে তেলের দাম কিছুটা কমবে। তবে এর জন্য আমাদের আরো ১৫ দিন অপেক্ষা করতে হবে। ’

বাণিজ্যসচিব বলেন, ‘দেশে সরিষা, তিল ও তিসি চাষের ওপর আমরা জোর দিচ্ছি। আগামীতে এসব শস্যের উৎপাদন বাড়াতে জোর দিতে হবে। পাশাপাশি এটাও মনে রাখতে হবে, আমাদের কৃষিজমির পরিমাণ সীমাবদ্ধ। ’

সভায় আরো বক্তব্য দেন ফরিদপুর চেম্বারের সভাপতি নজরুল ইসলাম, ফরিদপুর চকবাজার বণিক সমিতির সভাপতি মো. মাসুদুল হক, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অসীম কুমার সাহা, সরকারি ইয়াছিন কলেজের অধ্যক্ষ শীলা রানী মণ্ডল ও সফল পেঁয়াজ বীজ চাষি সাহিদা বেগম।সাতদিনের সেরা