kalerkantho

বৃহস্পতিবার ।  ২৬ মে ২০২২ । ১২ জ্যৈষ্ঠ ১৪২৯ । ২৪ শাওয়াল ১৪৪

নেপালে রপ্তানি হচ্ছে সিম্ফনি স্মার্টফোন

নিজস্ব প্রতিবেদক   

২৩ জানুয়ারি, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেনেপালে রপ্তানি হচ্ছে সিম্ফনি স্মার্টফোন

সিম্ফনি মোবাইল রপ্তানি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারসহ অন্যরা।

নেপালে স্মার্টফোন রপ্তানি করেছে সিম্ফনি মোবাইল। নেপালের অ্যাপেক্স গ্রুপ সিম্ফনির কাছ থেকে নতুন করে আরো এই স্মার্টফোন নিচ্ছে। দেশীয় মোবাইল ব্র্যান্ড সিম্ফনি মোবাইল নিজস্ব ব্র্যান্ডে ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত স্মার্টফোন রপ্তানি করছে। গতকাল শনিবার আশুলিয়ায় সিম্ফনির কারখানা প্রাঙ্গণে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ খলিলুর রহমান, বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদারের উপস্থিতিতে সিম্ফনি মোবাইলের ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া শাহীদ কেক কেটে নেপালে সিম্ফনি মোবাইল রপ্তানি কার্যক্রমের ঘোষণা দেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে জানানো হয়, ২০২১ সালের অক্টোবর মাস থেকেই নেপালে মোবাইল ফোন রপ্তানি শুরু করেছে সিম্ফনি। প্রথমবার তিনটি মডেলের প্রায় ১৫ হাজার মোবাইল সরাসরি অ্যাপেক্স গ্রুপের কাছে পাঠানো হয় এবং প্রতি মাসে বিভিন্ন মডেলের প্রায় ১০ হাজার করে পণ্য সিম্ফনি মোবাইলের হয়ে তারা নেপালে বাজারজাত করবে।

মোস্তাফা জব্বার বলেন, ‘এডিসন গ্রুপের সিম্ফনি মোবাইল শুধু নিজস্ব উদ্যোগে এত বড় একটি কারখানা পরিচালনা করছে, যা নিছকই দেশপ্রেম থেকে এসেছে। আমি সিম্ফনি মোবাইলকে আরো ৫০টি দেশে দ্রুত দেখতে চাই। ’

জাকারিয়া শাহীদ বলেন, ‘২০২২ সালেই আমরা নাইজেরিয়া, সুদান, ভিয়েতনাম, শ্রীলঙ্কায় আমাদের মোবাইল ফোন রপ্তানি করার পরিকল্পনা করছি। ’সাতদিনের সেরা