kalerkantho

বৃহস্পতিবার  । ২৪ অগ্রহায়ণ ১৪২৮। ৯ ডিসেম্বর ২০২১। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৩

জ্বালানি তেলের দাম সাত বছরে সর্বোচ্চ

বাণিজ্য ডেস্ক   

১০ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ৩ মিনিটেজ্বালানি তেলের দাম সাত বছরে সর্বোচ্চ

গত জুন মাস থেকে বিশ্ববাজারে অব্যাহতভাবে বাড়ছে তেলের দাম

আবারও বেড়েছে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। এবার ব্যারেলপ্রতি তেলের দাম উঠেছে ৮২ ডলারে। গত শুক্রবার ছিল ৮০ ডলার, যা গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ। করোনা মহামারির ধকল কাটিয়ে চাঙ্গা হচ্ছে অর্থনীতি। সেই সুবাদে বাড়ছে তেলের দামও। সর্বশেষ ২০১৪ সালের নভেম্বরে ৮০ ডলারে বিক্রি হয় প্রতি ব্যারেল তেল।

ট্রেডিংইকোনমিকসের তথ্য অনুযায়ী গতকাল বিশ্ববাজারে ডাব্লিউটিআই অশোধিত তেলের দাম প্রতি ব্যারেল বিক্রি হয় ৭৯.৫৯ ডলার। আর ব্রেন্ট তেল বিক্রি হয় ৮২.৫০ ডলার। করোনা ভ্যাকসিন উদ্ভাবনের পর গত বছরের নভেম্বর থেকে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়তে থাকে। চলতি বছরের জুন থেকে তা আরো বাড়ে। ওই মাসে প্রতি ব্যারেল অপরিশোধিত তেল বিক্রি হয় ৭৫ ডলারে।

বিশ্ববাজারে তেলের দাম বাড়ার প্রবণতা দেখা যাচ্ছে গত বছরের নভেম্বর থেকেই। তবে চলতি বছরের জুন থেকে তেলের দাম বাড়ার প্রবণতায় নতুন হাওয়া লাগে। তথ্য পর্যালোচনায় দেখা যায়, এক মাসের ব্যবধানে প্রায় সাড়ে ১৫ শতাংশ বেড়েছে ব্রেন্ট অশোধিত তেলের দাম। আর ১৭ শতাংশের ওপরে বেড়েছে ডাব্লিউটিআই অশোধিত তেলের দাম। সপ্তাহের ব্যবধানে অপরিশোধিত তেলের দাম বেড়েছে ৪.৮৯ শতাংশ।

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসের প্রকোপ ভয়াবহ রূপ নিলে গত বছরের ২০ এপ্রিল বিশ্ববাজারে ইতিহাসের সর্বোচ্চ দরপতনের মধ্যে পড়ে তেল। সেদিন প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ঋণাত্মক ৩৭ ডলারের নিচে নেমে যায়।

রেকর্ড এই দরপতনের পরেই অবশ্য তেলের দাম বাড়তে থাকে। এতে রেকর্ড দরপতনের ধকল সামলে গত বছরের বেশির ভাগ সময় প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ৪০ ডলারের আপোশে ঘুরপাক খাচ্ছিল। কিন্তু বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ নতুন করে বৃদ্ধি পাওয়া এবং লিবিয়ার তেল উত্তোলন বৃদ্ধি পাওয়ায় মাঝে বিশ্ববাজারে তেলের বড় দরপতন হয়। গত বছরের অক্টোবরের শেষ সপ্তাহে অপরিশোধিত ও ব্রেন্ট ক্রুড অয়েলের দাম প্রায় ১০ শতাংশ কমে যায়। তবে এই পতনের ধকল কাটিয়ে গত বছরের নভেম্বর থেকে আবার তেলের দাম বাড়তে শুরু করে। অবশ্য প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ৫০ ডলারের নিচে থেকেই ২০২০ সাল শেষ হয়।

চলতি বছরের শুরুতেও তেলের দামের এই বৃদ্ধির প্রবণতা দেখা যায়। কয়েক দফা দাম বেড়ে করোনার মধ্যে প্রথমবার ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ৬০ ডলারে উঠে আসে। এর মাধ্যমে মহামারি শুরু হওয়ার পর আগের দামে ফিরে যায় তেল।সাতদিনের সেরা