kalerkantho

বৃহস্পতিবার  । ২৪ অগ্রহায়ণ ১৪২৮। ৯ ডিসেম্বর ২০২১। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৩

ইসলামী ব্যাংকিং কী?

বাণিজ্য ডেস্ক   

১৯ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেইসলামী ব্যাংকিং কী?

মানুষের অর্থনৈতিক লেনদেনকে সুদমুক্ত করে ইসলামের বিধান অনুযায়ী হালাল ও পবিত্র করতে ইসলামী ব্যাংকিংয়ের যাত্রা শুরু। ওয়াইসির অনুমোদনকৃত সংজ্ঞা অনুযায়ী ইসলামী ব্যাংক এমন একটি আর্থিক প্রতিষ্ঠান, যা তার উদ্দেশ্য ও মূলনীতি এবং কর্মপদ্ধতির সব স্তরে ইসলামী শরিয়াহর নীতিমালা মেনে চলে এবং সব কার্যক্রমে সুদের লেনদেন বর্জন করে। ইসলামী ব্যাংকিংয়ের দুটি গুরুত্বপূর্ণ মূলনীতি হচ্ছে—লাভ-লোকসানের অংশীদারত্ব এবং সুদ পরিহার করা। বাংলাদেশে পূর্ণাঙ্গ ১০টি ইসলামী ব্যাংক রয়েছে। এ ছাড়া প্রচলিত ব্যাংকের ইসলামী ব্যাংকিং শাখাও রয়েছে।

 

সাধারণ ব্যাংকের সঙ্গে পার্থক্য

প্রচলিত ব্যাংক ব্যবস্থায় অর্থকে পণ্যের মতো বিবেচনা করা হয়। ইসলামী ব্যাংক ব্যবস্থায় অর্থকে বিনিময়ের মাধ্যম হিসেবে বিবেচনা করা হয়। ইসলামী ব্যাংকের সঙ্গে গ্রাহকের সম্পর্ক সাহিবুল মাল ও মুদারিব (মূলধনদাতা ও মূলধন ব্যবস্থাপক), ক্রেতা ও বিক্রেতা, কারবারের অংশীদার ইত্যাদি। আর প্রচলিত ব্যাংক ব্যবস্থায় গ্রাহক ও ব্যাংকের মধ্যকার সম্পর্ক প্রধানত ঋণদাতা ও ঋণগ্রহীতা। প্রচলিত ব্যাংক অর্থ ঋণ দিয়ে সুদ আদায় করে। ইসলামী ব্যাংক কেনাবেচা, ভাড়া, অংশীদারি ইত্যাদি চুক্তি ও ব্যবসা পদ্ধতির ভিত্তিতে বিনিয়োগ করে মুনাফা অর্জন করে।সাতদিনের সেরা