kalerkantho

শনিবার । ৯ শ্রাবণ ১৪২৮। ২৪ জুলাই ২০২১। ১৩ জিলহজ ১৪৪২

যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন জরুরি

ইকরামুল হক টিটু, সভাপতি, ময়মনসিংহ মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ   

৯ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেযোগাযোগ অবকাঠামোর উন্নয়ন জরুরি

‘উর্বর মাটি, উপযোগী আবহাওয়া নিয়ে আমাদের ময়মনসিংহ জেলা মূলত কৃষিতে ব্যাপক সম্ভাবনাময় একটি অঞ্চল। এই সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। আধুনিক প্রযুক্তি যুক্ত করতে হবে কৃষিতে। এ ছাড়া প্রশিক্ষণ ও বাজারজাতকরণ সুবিধা বাড়াতে হবে। কৃষিনির্ভর ভারী শিল্পপ্রতিষ্ঠানও এ জেলায় গড়ে তুলতে হবে।’ আসন্ন ২০২১-২২ অর্থবছরের বাজেট নিয়ে ময়মনসিংহ জেলার উন্নয়ন প্রসঙ্গে এসব কথা বলেন ময়মনসিংহ মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এবং সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু।

তিনি বলেন, ‘ধান, শাক-সবজি, মাছ, হাঁস-মুরগি পালন, গাভি পালন এখন জেলার অর্থনীতিতে নতুন গতি এনেছে। প্রত্যন্ত এলাকায়ও কৃষকরা এখন আধুনিক কৃষিতে যুক্ত হচ্ছেন। ঢাকার কাছে হওয়ায় বাজারজাতকরণেও সুবিধা পাচ্ছেন কৃষকরা।’ তিনি বলেন, ‘এই সম্ভাবনাকে টেকসই করতে হলে নতুন নতুন প্রযুক্তির সঙ্গে কৃষকদের পরিচিত হতে হবে। নিতে হবে প্রশিক্ষণ। বাজারজাতকরণে তাঁদের দক্ষ হয়ে উঠতে হবে। কৃষির সঙ্গে যুক্ত ভারী শিল্প, কলকরখানাও জেলায় গড়ে তোলা প্রয়োজন। ভালুকার কাঁঠাল এবং ফুলবাড়িয়া ও মধুপুরের আনারস যেন সংরক্ষণ করা যায় এ ব্যাপারে উদ্যোগ নিতে হবে। স্থানীয়ভাবে মানসম্মত পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানও গড়ে তুলতে হবে।’ তিনি বলেন, ‘নতুন উদ্যোক্তা তৈরির চেষ্টা করতে হবে। ভালুকা-ত্রিশালে পরিকল্পিতভাবে শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার বিষয়ে গুরুত্ব দিতে হবে।’