মঙ্গলবার । ১০ ডিসেম্বর ২০১৯। ২৫ অগ্রহায়ণ ১৪২৬। ১২ রবিউস সানি
ব্যবসায়ীদের দাবি বিবেচনা করে সরকার ভ্যাট আইন ২০১২ সংশোধন করে বাস্তবায়ন করছে। কিন্তু তাতে কারো স্বার্থ রক্ষা হয়েছে বলে আমি মনে করি না। না ব্যবসায়ীদের না সরকারের। স্তরভিত্তিক যে ভ্যাট হার করেছে তাতে রাজস্ব আরো কমবে। অনেকে সুবিধা নেবে। অন্যদিকে স্বয়ংক্রিয় প্রযুক্তিতে যাওয়ার কথা বলা হচ্ছে কিন্তু সেটিও তো এখনো হয়নি। ভ্যাট ফাঁকি রোধে ব্যবসায়ীদের ইএফডি মেশিন দেওয়ার কথা বলা হচ্ছে। কিন্তু কবে আসবে, কখন দেওয়া হবে তাও তো আমরা জানি না। আগে ইসিআর ছিল এখন সে জায়গায় ইএফডি করা হচ্ছে, কিন্তু তাতে করে কি লাভ হবে যদি এনবিআরের সক্ষমতা না বাড়ানো হয়। উন্নত মানের এ যন্ত্রে মনিটর করার সক্ষমতা কি তাদের আছে? যদি নাই থাকে তবে ব্যবসায়ীরা তো নতুন যন্ত্র সরিয়ে রেখে নিজেদের মতো বেচাকেনা করবে।
অনুলিখন- মুহাম্মদ শরীফ হোসেন
মন্তব্য