kalerkantho

মঙ্গলবার । ২৮ জানুয়ারি ২০২০। ১৪ মাঘ ১৪২৬। ২ জমাদিউস সানি ১৪৪১     

এন হোসেন অ্যান্ড ব্রাদার্স জুয়েলার্স

বরিশালের জুয়েলারি ব্যবসার ঐতিহ্য

এস এম মঈনুল, বরিশাল   

২০ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেবরিশালের জুয়েলারি ব্যবসার ঐতিহ্য

বরিশালে সোনার ব্যবসায় সততা, আস্থা ও নির্ভরতার প্রতীক হয়ে উঠেছিল মেসার্স এন হোসেন অ্যান্ড ব্রাদার্স জুয়েলার্স। ১৯৫০ সালে নগরীর সদর রোডে প্রতিষ্ঠিত হয়েছিল এ প্রতিষ্ঠানটি। কিন্তু কালের বিবর্তনে হারিয়ে যাওয়া প্রতিষ্ঠানটির ছায়াতেই গড়ে উঠেছে শাহাদাৎ অ্যান্ড সন্স জুয়েলার্স

এন হোসেন অ্যান্ড ব্রাদার্স জুয়েলার্সের প্রতিনিধি ইয়াকুব আলী বলেন, ১৯৫০ সালে ভারতে বংশোদ্ভূত নুর হোসেন বরিশালে এসে প্রতিষ্ঠিত করেন এন হোসেন অ্যান্ড ব্রাদার্স জুয়েলার্স। প্রতিষ্ঠানটির তৈরি অলংকার গুণগত মান ভালো থাকায় অল্প সময়ে গোটা দক্ষিণাঞ্চলে খ্যাতি পায়। ’৭০-এর দশক পর্যন্ত প্রতিষ্ঠানটি দাপটের সঙ্গেই ব্যবসা করে। এমনকি ষাটের দশকে এ দেশে তত্কালীন আমেরিকার রাষ্ট্রদূত এন হোসেন জুয়েলার্স পরিদর্শনে আসেন।

ইয়াকুব আলী আরো বলেন, ’৬০-এর দশকের শেষ দিকে নুর হোসেন মৃত্যুবরণ করার পরে প্রতিষ্ঠানটি পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন তাঁর মেঝ ভাই সিরাজুল ইসলাম। কিন্তু তিনি সোনার ব্যবসা ভালো না বোঝায় আস্তে আস্তে কর্মকাণ্ড বন্ধ হয়ে যায়।

মেসার্স শাহাদাৎ অ্যান্ড সন্স জুয়েলার্সের স্বত্বাধিকারী শেখ মোহাম্মদ মুসা কালের কণ্ঠকে জানান, নুর হোসেনের বোনজামাই ছিলেন আমার বাবা শেখ মোহাম্মদ শাহাদাৎ হোসেন। মামা নুর হোসেন বরিশালে জুয়েলার্সের দোকান দেওয়ার পরে এর প্রধান ব্যবস্থাপক হিসেবে কাজ করেছেন। ১৯৬৫ সালে মামার দোকানের চাকরি ছেড়ে বাবা শাহাদাৎ অ্যান্ড সন্স নামে জুয়েলারি প্রতিষ্ঠান গড়ে তোলেন। মূলত আমাদের প্রতিষ্ঠানটি দাঁড় করাতে মামার এন হোসেন অ্যান্ড ব্রাদার্স জুয়েলারির সুনামকে কাজে লাগাতে হয়েছে। সে ক্ষেত্রে নুর হোসেন সাহেব অনেকটা সহযোগিতা করেছেন।

মন্তব্যসাতদিনের সেরা