শনিবার । ০৭ ডিসেম্বর ২০১৯। ২২ অগ্রহায়ণ ১৪২৬। ৯ রবিউস সানি ১৪৪১
এবারের আয়কর মেলায় প্রথমবারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনার আয়কর ফাইল জমা দেওয়া হতে পারে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালও নিজের আয়কর রিটার্ন দাখিল করবেন। এ তথ্য জানিয়েছেন, এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া।
কালের কণ্ঠের সঙ্গে আলাপকালে তিনি জানান, প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর আয়কর মেলায় জমার কথা রয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রতিবছরই মেলার সময় অনলাইনে নিজের রিটার্ন জমা দেন। এবারও দেবেন বলে আশা করছি। এনবিআর চেয়ারম্যান জানান, তিনি নিজের আয়কর রিটার্নও মেলায় জমা দেবেন। বলেন, এর মধ্য দিয়ে আমরা করদাতাদের এ বার্তাই দিতে চাই যে আয়কর মেলা সব শ্রেণি ও পেশার মানুষের কর দেওয়ার এমন একটি মিলনমেলা যেখানে কর দেওয়ার জন্য মানুষ একত্রিত হচ্ছে এবং স্বাচ্ছন্দ্যে কর দিতে পারছে।
মন্তব্য