<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঠাকুরগাঁওয়ের সরকারি হাসপাতাল থেকে চুরি হওয়া দুই মাস ১৭ দিন বয়সী একটি ছেলেশিশুকে গাজীপুরের শ্রীপুর থেকে উদ্ধার করা হয়েছে। চুরি হওয়ার ৪৮ ঘণ্টা পর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) আলাদা দুইটি দল যৌথ অভিযান চালিয়ে গতকাল বুধবার দুপুরে শিশুটিকে উদ্ধার করে। ওই সময় দুই দম্পতিকে আটক করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান র‌্যাব-১-এর গাজীপুরের কম্পানি কমান্ডার কে এম এ মামুন খান চিশতী। আটক দুই দম্পতি হলেন গাইবান্ধার গোবিন্ধগঞ্জ উপজেলার নুলতলা গ্রামের মো. শামসুদ্দিনের মেয়ে সোনালী আক্তার শিরিন (২০) ও তাঁর স্বামী রাজু কবিরাজ (৩৫), নেত্রকোনার কলমাকান্দা উপজেলার চকপাড়া গ্রামের আক্কাস আলীর ছেলে লিটন মিয়া (৩৫) এবং তাঁর স্ত্রী লাভলী বেগম (৩২)। উদ্ধার করা শিশুটির নাম সায়ান আহমেদ। সে ঠাকুরগাঁও সদর উপজেলার মোজাবনি গ্রামের শিমুল ইসলামের ছেলে।</span></span></span></span></span></p>