<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার, নার্স ও প্রয়োজনীয় জনবলসংকটের কারণে চিকিৎসা সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। লামা উপজেলার প্রায় দেড় লাখ জনসংখ্যার চিকিৎসা সেবা গ্রহণের একমাত্র মাধ্যম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি নানান সংকটে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। এর ফলে সেবাগ্রহীতারা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জানা যায়, ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে লামা উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়ন এবং চকরিয়া উপজেলার বমু-বিলছড়ি ইউনিয়নের লোকজন সেবা গ্রহণ করে থাকে। হাসপাতালের বহির্িবভাগ এবং আন্তবিভাগে প্রতিদিন তিন শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করতে হয়। স্বাস্থ্য কমপ্লেক্সটিতে ডেন্টাল সার্জনসহ ২৩ জন ডাক্তারের স্থলে ১৫টি পদই শূন্য রয়েছে। তার মধ্যে জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন), জুনিয়র কনসালটেন্ট (সার্জারি) জুনিয়র কনসালটেন্ট (গাইনি অ্যান্ড অবস) জুনিয়র কনসালটেন্ট (অর্থোপেডিকস্), জুনিয়র কনসালটেন্ট (নাক, কান, গলা), জুনিয়র কনসালটেন্ট (চক্ষু), জুনিয়র কনসালটেন্ট (কার্ডিওলজি), জুনিয়র কনসালটেন্ট (চর্ম ও যৌন রোগ)  পদগুলো শূন্য রয়েছে। দুই জন মেডিকেল অফিসারের মধ্যে দু</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">টি পদই শূন্য।  এছাড়া ৭ জন সহকারী সার্জনের মধ্যে ৫টি পদ শূণ্য রয়েছে। ৩১ জন নার্সের মধ্যে ২১টি পদই শূন্য আছে। অবশিষ্টদের মধ্যে ২ জন সিনিয়র স্টাফ নার্স চট্টগ্রাম ফৌজদার হাঁট নার্সিং কলেজে বিএসসি নার্সিং কোর্সে অধ্যয়নরত আছে। একজন রয়েছেন মাতৃত্ব ছুটিতে। বর্তমানে মাত্র ৭ জন নার্স দিয়ে চলছে হাসপাতালের সেবা কার্যক্রম। মেডিকেল টেকনোলোজিস্ট ল্যাব, রেডিওলজি, ডেন্টাল ও ফিজিওথেরাপি পদ দীর্ঘদিন ধরে শূন্য । এছাড়াও অ্যাম্বুলেন্স ড্রাইবারসহ বিভিন্ন পদ শূন্য থাকায় স্বাস্থ্য কমপেস্নক্সটির চিকিৎসা সেবা কার্যক্রম ও অন্যান্য কার্যক্রম এক প্রকার খুড়িয়ে খুড়িয়ে চলছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অপরদিকে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দু</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">টি এক্সরে মেশিনই নষ্ট অবস্থায় পড়ে আছে। ২০২৩ সালে পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় এক্সরে মেশিন দুটি নিমজ্জিত হলে অকেজো হয়ে পড়ে। অকেজো এক্সরে দুটি সচল করার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট শাখায় বারবার পত্র দেওয়ার পরেও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এর ফলে রোগীদের গুরুতর অসুস্থ অবস্থায় পার্শ্ববর্তী চকরিয়া উপজেলাসহ বিভিন্ন এলাকায় গিয়ে এক্সরে করে তাদের চিকিৎসা সেবা নিতে হচ্ছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">লামা পৌরসভার চাম্পাতলী গ্রামের জেসমিন আক্তার এসেছেন তার শিশুসন্তান এবং নিজের চিকিৎসা নিতে। তিনি জানান, মাত্র একজন চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করছেন। এর ফলে রোগীদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।  লাইনে দাঁড়াতে দাঁড়াতে তিনি অসুস্থ বোধ করছেন। তাই লাইন ছেড়ে এসে টেবিলে বসে পড়েছেন।  আন্তঃবিভাগে ভর্তি রোগী আনোয়ার হোসেন জানান, দুই দিন হলো হাসপাতালে ভর্তি হয়েছি। একজন ডাক্তারই বারবার চিকিৎসা দিচ্ছেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এখিং মারমা বলেন, ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার, কনসালটেন্ট এবং সহকারী সার্জনের ১৫টি পদ খালি রয়েছে। এছাড়া ৩১ জন নার্সের স্থলে বর্তমানে দায়িত্ব পালন করছেন মাত্র ৭ জন।</span></span></span></span></span></p>