<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ধানক্ষেতে পানি সেচ দিতে গিয়ে সেচ পাম্পের বিদ্যুৎস্পর্শে দুই কৃষকের মৃত্যু হয়েছে। শেরপুরের ছাত্তারকান্দি গ্রামের সরকারবাড়ীসংলগ্ন এলাকায় গতকাল বুধবার এ ঘটনা ঘটে। নিহতরা হলেন আকরাম হোসেন (৪৫) ও আব্দুল হানিফ মিয়া ৫৬)। বাজিতখিলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের স্থানীয় ইউপি সদস্য মো. উজ্জ্বল মিয়া জানান, কৃষক আকরাম হোসেন সকালে কৃষি শ্রমিক আব্দুল হান্নান মিয়া এবং আরো দুই ট্রাক্টরচালককে নিয়ে বোরো আবাদের জমিতে হাল চাষ ও পরিচর্যার জন্য ধানক্ষেতে যান। সে সময় পানি সেচ দেওয়ার জন্য সেচ পাম্প চালু করতে গিয়ে কৃষক আকরাম হোসেন অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে বিদ্যুতায়িত হন।</span></span></span></span></span></p>