<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নাটোরের সিংড়ায় নিখোঁজের ২৪ ঘণ্টা পর রানা নামের এক ক্ষুদ্র ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় সিংড়া উপজেলার পুটিমারী এলাকার বিল থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। নিহত রানা পুটিমারী এলাকার হাসান আলীর ছেলে। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতের পর থেকে রানা তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান থেকে আর বাড়ি ফেরেননি। খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে শনিবার সন্ধ্যায় পুটিমারী বিলের মধ্যে তাঁর লাশ দেখতে পায় এলাকাবাসী। খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায়। এ ঘটনায় সিংড়া থানায় মামলা করা হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>