<p><span style="font-size:11pt"><span style="text-autospace:none"><span style="vertical-align:middle"><span style="line-height:115%"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="letter-spacing:-.2pt">বরগুনার আমতলীতে ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ চারটি উপস্বাস্থ্যকেন্দ্রে কর্মকর্তা ও চিকিৎসকের ৩১টি পদের বিপরীতে রয়েছে মাত্র তিনজন চিকিৎসক। এতে উপজেলায় আড়াই লাখ মানুষের স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে।</span></span></span></span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="text-autospace:none"><span style="vertical-align:middle"><span style="line-height:115%"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="letter-spacing:-.2pt">আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আমতলী উপজেলা সদরে ৫০ শয্যায় হাসপাতাল একটি, কুকুয়া ইউনিয়নের আজিমপুর বাজারে ১০ শয্যার একটি এবং আঠারগাছিয়া ইউনিয়নের গাজীপুর বাজারে ও গুলিশাখালী ইউনিয়নের গুলিশাখালী বাজারে একটি করে উপস্বাস্থ্যকেন্দ্র রয়েছে। এসব হাসপাতাল ও উপস্বাস্থ্যকেন্দ্রে বিশেষজ্ঞ চিকিৎসকসহ মোট ৩১ জন চিকিৎসকের পদ রয়েছে। বর্তমানে এই ৩১ জন চিকিৎসকের মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও দুজন মেডিক্যাল অফিসার আছেন। বাকি ২৮টি পদ দীর্ঘদিন ধরে খালি রয়েছে। </span></span></span></span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="text-autospace:none"><span style="vertical-align:middle"><span style="line-height:115%"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="letter-spacing:-.2pt">এদিকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ২৯ ফেব্রুয়ারি ডা. ফায়জুর রহমান নামের একজন আবাসিক মেডিক্যাল অফিসার যোগদান করেন। যোগদানের পর ওই দিন বিকেল থেকেই এখন পর্যন্ত কর্মস্থলে তিনি অনুপস্থিত। কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণ জানতে চেয়ে তাঁকে দুই দফা কারণ দর্শাও নোটিশ দেওয়াসহ তাঁর বেতন-ভাতা বন্ধ রাখা হয়েছে। এ বিষয়ে তাঁর মুঠোফোনে জানতে চাওয়া হলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।</span></span></span></span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="text-autospace:none"><span style="vertical-align:middle"><span style="line-height:115%"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="letter-spacing:-.2pt">অন্যদিকে কুকুয়ার আজিমপুর বাজারে ১০ শয্যার হাসপাতাল, গাজীপুর ও গুলিশাখালী ইউনিয়নের উপস্বাস্থ্যকেন্দ্রে কোনো চিকিৎসক না থাকায় মাসাধিককাল ধরে চিকিৎসাসেবা কার্যক্রম বন্ধ রয়েছে। এ ছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিসংখ্যানবিদ, মেডিক্যাল টেকনোলজিস্টসহ দ্বিতীয় শ্রেণির ৯০টি পদের মধ্যে ৬০টি পদ এবং তৃতীয় শ্রেণির ৩৩ পদের  মধ্যে ১৯টি পদ প্রায় তিন বছর ধরে খালি রয়েছে।</span></span></span></span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="text-autospace:none"><span style="vertical-align:middle"><span style="line-height:115%"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="letter-spacing:-.2pt">উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অফিশিয়াল ও প্রশাসনিক কাজের জন্য সব সময় ব্যস্ত থাকেন। এ অবস্থায় মাত্র দুজন মেডিক্যাল অফিসার দিয়ে ৫০ শয্যায় হাসপাতালের বহির্বিভাগ, আন্ত বিভাগ ও জরুরি বিভাগ চালানো বেশ কষ্টসাধ্য। এ অবস্থায় অনেক রোগী সেবা না পেয়ে ফিরে যাচ্ছে।</span></span></span></span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="text-autospace:none"><span style="vertical-align:middle"><span style="line-height:115%"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="letter-spacing:-.2pt">আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার জানান, চিকিৎসক সংকটের কথা জানিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চাহিদাপত্র দেওয়া হয়েছে। </span></span></span></span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="text-autospace:none"><span style="vertical-align:middle"><span style="line-height:115%"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="letter-spacing:-.2pt">বরগুনার সিভিল সার্জন ডা. প্রদীপ চন্দ্র মণ্ডল বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="letter-spacing:-.2pt">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="letter-spacing:-.2pt">আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটের কথা স্বাস্থ্য মহাপরিচালককে জানানো হয়েছে।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="letter-spacing:-.2pt">’</span></span></span></span></span></span></span></span></p> <p> </p>