<p><span style="font-size:11pt"><span style="text-autospace:none"><span style="vertical-align:middle"><span style="line-height:115%"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="letter-spacing:-.3pt">চট্টগ্রামের কোতোয়ালি থানার নতুন রেলওয়ে স্টেশন এলাকা থেকে চারটি ছোরাসহ পাঁচ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মামুন, শহিদুল ইসলাম জিসান, সজীব, শাকিল ও সাঈদ হোসেন। কোতোয়ালি থানার ওসি এস এম ওবায়েদুল হক কালের কণ্ঠকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা চালিয়ে নতুন রেলওয়ে স্টেশনসংলগ্ন ৭ নম্বর বাস কাউন্টার এলাকা থেকে ছিনতাইয়ের পরিকল্পনার সময় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। এই সময় চারটি ছোরা উদ্ধার করা হয়। তাঁদের বিরুদ্ধে চট্টগ্রামের কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে।</span></span></span></span></span></span></span></span></p>