<p><span style="font-size:11pt"><span style="text-autospace:none"><span style="vertical-align:middle"><span style="line-height:115%"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="letter-spacing:-.3pt">সুন্দরবনে অবৈধভাবে প্রবেশ করে নদী থেকে নোনা পানি সংগ্রহ করার সময় দুই</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> ব্যক্তিকে আটক করে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রবিবার দুপুর ২টার দিকে কোবাতক স্টেশন অফিসার (এসও) মোবারক হোসেনের নেতৃত্বে বনকর্মীরা মালপত্রসহ ওই দুই ব্যক্তিকে সুন্দরবনের আড়পাঙ্গাশিয়া নদী থেকে আটক করেন। আটক ব্যক্তিরা হলেন খুলনা জেলার ফুলতলা এলাকার বিজন শিলের ছেলে সবুজ শিল ও রূপসা এলাকার অজেদ শিকদারের ছেলে হিরাজুল ইসলাম। </span></span></span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="text-autospace:none"><span style="vertical-align:middle"><span style="line-height:115%"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কোবাতক বন স্টেশন অফিসার মোবারক হোসেন জানান, বন অফিসের অনুমতি না নিয়ে ওই দুই ব্যক্তিকে বিশাল কার্গো নিয়ে আড়পাঙ্গাশিয়া নদী থেকে নোনা পানি সংগ্রহ করার সময় আটক করা হয়। আটক দুই ব্যক্তিকে বন আইনে (সিওআর) পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।</span></span></span></span></span></span></span></p>