<p><span style="color:#e74c3c;"><em>দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়া সংসদ সদস্যদের নিজের এলাকা নিয়ে ভাবনাগুলো তুলে ধরছে কালের কণ্ঠ</em></span></p> <p>সদর ও হাইমচর উপজেলা নিয়ে গঠিত চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. দীপু মনি। দেশের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী, নারী শিক্ষামন্ত্রী এবং বর্তমানে সমাজকল্যাণমন্ত্রী। বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তিনি। নবম থেকে দ্বাদশ সংসদ নির্বাচন পর্যন্ত টানা চারটি সংসদীয় নির্বাচনে বিজয়ী ডা. দীপু মনি।</p> <p>প্রথমবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে বেশ কিছু প্রতিশ্রুতি ছিল সংসদ সদস্য ডা. দীপু মনির। এর মধ্যে প্রধান প্রতিশ্রুতি ছিল মেঘনার ভয়াবহ ভাঙন থেকে চাঁদপুর শহর, সদরের কয়েকটি ইউনিয়ন ও হাইমচর উপজেলা রক্ষা করা। যেই কথা সেই কাজ। প্রথম মেয়াদে বাজিমাত। সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করে ভুক্তভোগী সাধারণ মানুষের মন জয় করে নিলেন ডা. দীপু মনি। এরপর চাঁদপুর মেডিক্যাল কলেজ, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর ডিপ্লোমা মেরিন টেকনোলজি ইনস্টিটিউট, মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা। যুবকদের মানসম্মত কর্মসংস্থান সৃষ্টিতে এসব প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এমনটা জানালেন সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি।</p> <p>তিনি আরো জানান, মেঘনার ভাঙন থেকে নির্বাচনী এলাকার চাঁদপুর ও হাইমচরকে রক্ষা করা ছিল তাঁর জন্য বড় চ্যালেঞ্জ। তা বঙ্গবন্ধুকন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে সফল হয়েছেন বলেও জানান তিনি। তিনি আরো জানান, নদীতীর সুরক্ষা করতে আরো কিছু সংস্কারমূলক কাজ অবশিষ্ট রয়েছে। তা-ও দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করতে সক্ষম হব। চাঁদপুর মেডিক্যাল কলেজ ও চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ সম্পর্কে সংসদ সদস্য ডা. দীপু মনি বলেন, ‘বর্তমানে অস্থায়ী ক্যাম্পাসে এই দুটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক কার্যক্রম চললেও আগামী দিনে তা মূল ক্যাম্পাসে ফিরবে।’</p> <p>তিনি বলেন, ‘কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। তাই যুবসমাজের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে শিক্ষিত ও অর্ধশিক্ষিত যুবকদের কারিগরি শিক্ষায় জ্ঞান অর্জন করতে হবে।’ নির্বাচনী এলাকায় মাদক নির্মূলেও সুধীসমাজের সহযোগিতা চান ডা. দীপু মনি।</p> <p>এক ছেলে ও এক মেয়ের জননী দীপু মনি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ছাড়াও আইন পেশায় বেশ সিদ্ধহস্ত। তাঁর স্বামী তওফিক নেওয়াজ একজন আইনজ্ঞ। আর ডা. দীপু মনির বাবা এ এম ওয়াদুদ ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর এবং ভাষা আন্দোলনের অন্যতম বীর সেনানী।</p> <p> </p> <p> </p>