<p align="left" class="1col" style="text-align:left"><span style="font-size:10pt"><span style="line-height:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="letter-spacing:-.1pt">পদ্মা নদীর রাজবাড়ী জেলার বরাট ইউনিয়নের নয়নসুখ এলাকায় বাঁশ-জাল দিয়ে আড়াআড়ি বেড়া দিয়ে মাছ শিকার ও নৌচলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে রাজবাড়ী থানা পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে ওই বেড়া অপসারণের পর তোফাজ্জেল শেখ (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছেন।</span></span></span></span></span></span></span></p> <p align="left" class="2col" style="text-align:left"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="letter-spacing:-.1pt">এ ঘটনায় গতকাল শুক্রবার রাজবাড়ী থানায় একটি মামলা হয়েছে। তোফাজ্জেল রাজবাড়ী সদর উপজেলার গোপালবাড়ী গ্রামের সাইদ শেখের ছেলে। এই মামলার বাদী ও রাজবাড়ী থানার এসআই জাকির হোসেন জানিয়েছেন, গত বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী থানা পুলিশের সদস্যরা পদ্মা নদীর রাজবাড়ীর নয়নসুখ এলাকায় অভিযান পরিচালনা করেন। সে সময় তাঁরা ৩০০ মিটার জাল উদ্ধার করার পাশাপাশি তোফাজ্জেল শেখকে আটক করে থানায় নিয়ে আসেন।</span></span></span></p>